আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ
Thank you for reading this post, don't forget to subscribe!প্রাণিসম্পদদে ভরবো দেশ গড়ব ইস্মার্ট বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৮ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০ টার সময় মোঃ বনি আমিনের সভাপতিত্বে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ৫ দিন ব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ এর শুভ উদ্বোধনী ঘোষণা করা হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন মো. মতিয়ার রহমান সভাপতি শৈলকুপা উপজেলা আওয়ামীলীগ। আরিফুজ্জামান উপজেলা কৃষি অফিসার। আরো বক্তব্য রাখেন মো. মিথুন, সফল খামারি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ , সাংবাদিক বিভিন্ন এলাকা থেকে আগত খামারি বিন্দু ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় মেলার ইনস্টল পরিদর্শন ও সফল উদ্যোক্তার মাঝে চেক বিতরণ ও সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডা. মামুন খান ,উপজেলা প্রাণিসম্পদ অফিসার,শৈলকূপা, ঝিনাইদহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. মো. শাওন।