শৈলকুপায় রাতের আঁধারে সার পাচার: অবৈধ মজুদের দায়ে ২০,০০০ টাকা জরিমানা
ওয়ালিউল্লাহ, শৈলকুপা ( ঝিনাইদহ) ঝিনাইদহের শৈলকুপায় রাতের আঁধারে হরিণাকুন্ডু উপজেলায় ৭০ বস্তা সার পাচারকালে সারবাহী গাড়ির গতিরোধ করেন স্থানীয়রা। পরবর্তীতে ফাঁড়ির পুলিশকে খবর দিলে সারসহ গাড়ি জব্দ করে নিয়ে যায়। পুলিশের জব্দকরা সার কৃষি অফিসার সারের বস্তাগুলি বেওয়ারিস হিসেবে কৃষকের কাছে বিক্রি করে ৭৩,৫০০টাকা রাষ্ট্রীয় কোষাগরে জমা দিয়েছে বলে জানায়