ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল বারী এবং ইইই বিভাগের অধ্যাপক ড. খাইরুল ইসলামকে সহকারি প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ১ বছরের জন্য উপাচার্য অধ্যাপক ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ তাদের নিয়োগ দিয়েছেন।
রবিবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের স্বাক্ষরিত পৃথক দুইটি অফিস আদেশে এই তথ্য জানানো হয়৷
Thank you for reading this post, don't forget to subscribe!অফিস আদেশে বলা হয়, সহকারী প্রক্টর হিসেবে নিয়োগপ্রাপ্ত ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টন্ট বিভাগের প্রভাষক জনাব মোঃ ইয়ামিন মাসুমের মেয়াদ ইতোমধ্যে শেষ হওয়ার তদস্থলে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহা: খাইরুল ইসলাম এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক জনাব মিঠুন বৈরাগী-এর মেয়াদ ইতোমধ্যে শেষ হওয়ায় তদস্থলে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো আব্দুল বারী-কে ০৫/১০/২০২৪ তারিখ থেকে পরবর্তী ০১ বছরের জন্য সহকারী প্রক্টর হিসেবে উপাচার্য নিয়োগদান করেছেন।
নবনিযুক্ত সহকারী প্রক্টর অধ্যাপক ড. খাইরুল ইসলাম বলেন, আমাকে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়ায় উপাচার্য মহোদয়কে ধন্যবাদ জানাই। আমি আমার জায়গা থেকে আমার অর্পিত দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করব। এজন্য সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করছি