আব্দুল্লাহ আল মামুন,বিশেষ প্রতিনিধি:
Thank you for reading this post, don't forget to subscribe!ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার ১নং ভায়না ইউনিয়ন ও ২ নং জোড়াদহ ইউনিয়নের বাকচুয়া ও জোড়াদহ কারিগর পাড়ার মধ্যকার রাস্তাটি দিন দিন চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে, সেই কারণে এলজিডির পক্ষ থেকে দুইবার এই রাস্তাটি মেপে গেছেন এবং এই রাস্তাটি আগামী জুলাই মাসের মধ্যে পীজ রাস্তায় রূপান্তরিত করবেন এই আশ্বাস এলজিডির কর্মকর্তারা স্থানীয় মানুষের কাছে দিয়ে এসেছিলেন। কারণ এটা একটি প্রয়োজনীয় রাস্তা বলে মনে করা হচ্ছে, এই রাস্তা দিয়ে প্রতিদিন জোড়াদহ মাধ্যমিক বিদ্যালয় ও জোড়াদহ কলেজে কয়েক শত ছাত্রছাত্রী প্রতিদিন যাতায়াত করেন।
এছাড়াও কুষ্টিয়া জেলার মোনোহারদিয়া ও গঙ্গাপারকান্দি গ্রামের অনেক মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য জোড়াদহ বাজার থেকে ক্রয় বিক্রয় করে থাকেন, কিন্তু হঠাৎ করে কাউকে কিছু না জানিয়ে দুই ইউনিয়নের পক্ষ থেকে এই রাস্তার কাজ শুরু করেন। এলাকাবাসী জানতে পারেন এই রাস্তার ইট উঠানোর পর, ইট খোয়া বানিয়ে বালি এবং খোয়া মিশিয়ে পিটিয়ে রাস্তা করা হবে। এতে এলাকাবাসী এ ধরনের রাস্তা করতে দেবে না বলে বন্ধ করে দেন এবং জনতার পক্ষ হয়ে বর্তমান রানিং মেম্বার সেলিম উদ্দিন এলজিডির অফিসে যান।
এলজিডি’র ইঞ্জিনিয়ার সহ কর্মকর্তারা বলেন এই রাস্তার কোন বিল পাস হয়নি, এই রাস্তা আমরা নিজেরাই করব জুলাই মাস থেকে। এই রাস্তা পিজ রাস্তা হবে বলে আশ্বাস দেন। এই বিষয় নিশ্চিত করেন দুই পাড়ার সাধারণ মানুষ ও জনপ্রতিনিধি ইউপি সদস্য সেলিম উদ্দিন।