ঝিনেদার কাগজ || Jhenedar kagoj || সত্যের আলোয় সুন্দর

২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঝিনাইদহে পরীক্ষার ফেল হওয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

কলেজ ছাত্রীর আত্মহত্যা

এম এ কবীর

ঝিনাইদহে এইচএসসি পরীক্ষায় ফেল হওয়ায় জান্নাতুল ফেরদৌস (১৮) নামে এক কলেজছাত্রী গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন।
বুধবার (১৫ অক্টোবর) ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের ভড়ুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জান্নাতুল ফেরদৌস ভড়ুয়াপাড়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে এবং মুক্তিযোদ্ধা মশিউর রহমান মহাবিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্রী ছিল।
এবিষয়ে তার ভাই আলামিন বলেন, জান্নাতুল ফেরদৌস এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিলো। সে ফেল করেছে। এটা শোনার সাথে সাথে ঘরের মধ্যে গিয়ে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। পরে আমরা জানালা ভেঙে তাকে উদ্ধার করলেও সে মুহূর্তে লুটিয়ে পড়ে মাটিতে। সেখানে স্থানীয় গ্রাম্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পাগলাকানাই ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে ছিলাম, বাসা থেকে ফোন এলো জান্নাতুল আত্মহত্যা করেছে, আমি তাৎক্ষণিক বাসায় গিয়ে দেখি মারা গেছে।
কি জন্য আত্মহত্যা করেছে জানাতে চাইলে তিনি বলেন, মূলত পরীক্ষায় ফেল কারার কারনেই সে আত্মহত্যা করেছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি,স্বজনেরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের ভাসষমতে সে পরীক্ষায় ফেল হওয়ার কারণে আত্মহত্যা করে মারা গেছে। স্থানীয় এবং পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত স্বজনেরা জানান, জান্নাতুল ফেরদৌসের মৃত্যু কোনভাবেই মেনে নিতে পারছেন না তারা। পিতা-মাতা ও আত্মীয়-স্বজনের কান্নায় এলাকায় নেমে এসেছে শোকে ছায়া।

আরও পড়ুন

মিয়ানমারে লড়াইয়ের জন্য জড়ো হচ্ছে রোহিঙ্গারা

মিয়ানমারে লড়াইয়ের জন্য জড়ো হচ্ছে রোহিঙ্গারা

অনুবাদ রয়টার্স থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী বসতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর বসবাস। ২০১৭ সালে বৌদ্ধ অধ্যুষিত মায়ানমার সরকার দেশটির

যবিপ্রবির ভিসি অধ্যাপক ড. এম মজিদের সংবর্ধণা কমিটির প্রস্তুতি সভা

হরিণাকুণ্ডুতে যবিপ্রবির ভিসি অধ্যাপক ড. এম মজিদের সংবর্ধণা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

হরিনাকুণ্ড প্রতিনিধি ঝিনাইদহের হরিণাকুণ্ডুর বরেণ্য শিক্ষাবীদ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সলর অধ্যাপক ড. এমএ মজিদের সংবর্ধনা প্রদান কমিটির

মানুষের ভোটার অধিকার হরণ

‘মানুষের ভোটাধিকার হরণ করে এমন স্বাধীনতা আমরা চাইনি’

মোস্তাফিজুর রহমান, কোটচাঁদপুর মানুষের ভোটাধিকার হরণ করে এমন স্বাধীনতা আমরা চাইনি। ধর্ষণ সেঞ্চুরি করে উল্লাস করে এমন স্বাধীনতা আমরা চাইনি।

দরিদ্র মেধাবী ছাত্র নীরবের পাশে মানবতার হাত

দরিদ্র মেধাবী ছাত্র নীরবের পাশে মাও. আবু তালেব

বনি আমিন, কালীগঞ্জ (ঝিনাইদহ) ঝিনাইদহের মঙ্গলপৈতা কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র সালমান ইসলাম নীরবের পড়াশোনার পথে দীর্ঘদিনের আর্থিক

কপ২৯: বছরে ৩০০ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পেল দরিদ্র দেশগুলো

কপ২৯: বছরে ৩০০ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পেল দরিদ্র দেশগুলো

ডেস্ক রিপোর্ট দীর্ঘ দর-কষাকষির পর সমঝোতায় পৌঁছেছে কপ২৯। বিশ্বের ধনী দেশগুলো প্রতিশ্রুতি দিয়েছে, জলবায়ু সংকটের ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোকে অভিযোজন