তাসনিম মুহসিন
কবি বলেছেন, ”ছায়া সুনিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি”। কবি তাঁর এই কাবিতার লাইনে গ্রাম- বাংলার অবারিত রুপ বর্ণনা করে ফুটিয়ে তুলেছেন নির্মল পরিবেশ, যেখানে গাছ সুনিবিড় ছায়া দিয়ে শান্তির নীড় তৈরীতে সাহায্য করেছে। আবার কবি বন্দে আলী মিয়া বলেছেন- ”আম গাছ জাম গাছ বাঁশ ঝাড় যেন, আছে সেথা সবে মিলে আত্মিয় হেন”। কিন্তু সেই আত্মিয়তা আর নেই। কারণ মানুষ নির্বিচারে, নির্বিকারে কাটছে গাছ।
Thank you for reading this post, don't forget to subscribe!মানবতার বন্ধু হজরত মুহাম্মদ (সা.) মক্কা বিজয়ের দিন বলেছেন ”এ শহরের (মক্কা) কাঁটা গাছ উপরিয়ে ফেলা বা গাছ কর্তন করা যাবে না, শিকারকে তাড়ানো যাবে না, প্রচারের উদ্দেশ্য ব্যতীত পড়ে থাকা কোন জিনিস তুলে নেয়া যাবেনা এবং কাঁটা ঘাস কাটা বা উত্তোলণ করা যাবে না”। এসব শুনে আব্বাস (রা.) বল্লেন ” হে রাসুল! ইযখের ঘাস বাদ রাখুন কেননা তা স্বর্ণকারদের ও গৃহের ছাদের জন্য প্রয়োজন হয়”। তখন নবী বল্লেন “ইযখের” গাছ বাদ।(সহী বোখারীর ১৭৩ নং হাদিস)। আবারআল্লাহ্ তায়ালা পবিত্র কুরআ’ন মাজিদে উল্লেখ করেছেন ” তৃণলতা ও বৃক্ষাদি মানিয়া চলে আল্লাহ্র বিধান।
প্রয়োজন অনুযায়ী গাছ লাগানো হচ্ছে না। ফলে হুমকির মুখে পড়ছে আমাদের পরিবেশ। এই পরিবেশের সাথে নিবিড় ভাবে সম্পর্কিত জীববৈচিত্র, মাটি, পানি, বায়ু, গাছ-পালা, বন-জঙ্গল সহ আমাদের বেঁচে থাকার সকল উপাদান। এ উদ্দেশ্যেকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে আস সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে লিফলেট ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। উপজেলার মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজ এ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আস সুন্নাহ ফাউন্ডেশন কালীগন্জ প্রতিনিধি হুসাইন আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের জেলা সভাপতি মনিরুজ্জমান, থানা সভাপতি এইচ এম মুর্তজা, কালীগন্জ উপজেলা মসজিদ ইমাম রুহুল আমীন প্রমুখ। এর পর শিক্ষার্থী ও শিক্ষক দের মাঝে পেয়ারা, আম, লেবু গাছের চারা বিতরণ করা হয়।