রোকনুজ্জামান কোটচাঁদপুর
Thank you for reading this post, don't forget to subscribe!সারাদেশে খবর দে কোঠা প্রথার কবর দে এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে কোটচাঁদপুর কোঠা সংস্কারের দাবিতে ও ঢাকায় আন্দোলনরত শান্তিপুর্ন শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কোটচাঁদপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় শহরের মেইন বাস ষ্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল থেকে বিভিন্ন ব্যানার ফেস্টুনে নানা লেখায় কোটা সংস্কারের দাবিতে ও ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানানো হয়। এ সময় শিক্ষার্থীরা নানা শ্লোগানে হামলাকারীদের হুঁশিয়ার করেন। বিক্ষোভটি শহরের বলুহর ষ্ট্যান্ড ঘুরে পৌর বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাস স্টান্ডে এসে শেষ হয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সাধারণ শিক্ষার্থীরা বলেন, কোনো বাধাই আন্দোলন থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে পারবে না। এছাও আমাদের দাবি না মানলে ও আমাদের শান্তি সমাবেশে বাঁধা দিলে কঠোর পরিস্থিতি কর্মসূচি ঘোষনা করা বলে জানান তারা।
আন্দোলনে কোটচাঁদপুর সরকারি মোশারফ হোসেন কলেজ, পৌর কলেজ, এস ডি ডিগ্রী কলেজ, তালশার কলেজসহ কোটচাঁদপুরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।