স্টাফ রিপোর্টার
Thank you for reading this post, don't forget to subscribe!ঝিনাইদহ জেলায় ‘স্মার্ট লিগ্যাল এইড স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা লিগ্যাল এইড কমিটি এবং সিনিয়র জেলা ও দায়রা জজ এসএম সাইফুল ইসলামের সভাপতিত্বে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪ যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে।
২৮ এপ্রিল ২০২৪ ইং, জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪ উপলক্ষ্যে র্যালি, রক্তদান কর্মসূচি, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী নির্বাচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. মিজানুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ), ঝিনাইদহের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আল আমিন মাতুব্বর স্যার, ঝিনাইদহের সম্মানিত পুলিশ সুপার ম. আজিম-উল-আহসান মহোদয়, জনাব ডা. শুভ্রা রানী দেবনাথ, সিভিল সার্জন ঝিনাইদহ, মো. ইয়ারুল ইসলাম, উপ-পরিচালক, স্থানীয় সরকার, মেয়র ঝিনাইদহ পৌরসভা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. মনজুরুল ইসলাম, বিজ্ঞ সরকারী কৌশুলী বিকাশ কুমার ঘোষ, ঝিনাইদহ বিচার বিভাগের বিজ্ঞ বিচারকগন ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, বিজ্ঞ প্যানেল আইনজীবী সহ অন্যান্য আইনজীবীগণ, সেবাগ্রহীতা, সাংবাদিকগণ, এনজিও প্রতিনিধি, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ বহু সাধারণ মানুষের প্রাণবন্ত উপস্থিতিতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪ সফলভাবে উদযাপিত হয়।
ঝিনাইদহ জেলার বিচার প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আইনজীবী সমিতি, স্থানীয় প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ঝিনাইদহ জেলার সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪ সফল ভাবে পালিত হওয়ায় সভাপতির কৃতজ্ঞতা জানানোর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।