ডেস্ক রিপোর্ট
Thank you for reading this post, don't forget to subscribe!ঝিনাইদহ জেলায় মাদকদ্রব্য উদ্ধার ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে নিয়মিত পুলিশী অভিযানের অংশ হিসাবে জেলা গোয়েন্দা পুলিশ হাতে গাজা ও ফেনসিডিলসহ দুইজন কে গ্রেফতার করেছে।
জেলা গোয়েন্দা শাখার এসআই তাপস মন্ডলের নেতৃত্বে একটি দল ১ কেজি গাঁজাসহ ডলি বেগম (৪০)কে গ্রেফতার করেন। আটক ব্যক্তি চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার গয়েশপুর গ্রামে।
গোয়েন্দা পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, কালীগঞ্জ থেকে খালিশপুর যাওয়ার পথে এক ব্যক্তি গাঁজা বিক্রির জন্য দাড়িয়ে থাকার বিষয়ে জানতে পেরে এ নারীকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে আটক করা হয়। উদ্ধারকরা গাঁজার মূল্য অনুমান-৬০,০০০/- (ষাট হাজার) টাকা।
বিজ্ঞপ্তির মাধম্যে পুলিশ জানায়, আসামী দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা হতে বিভিন্ন মাদকদ্রব্যসহ গাঁজা ক্রয় করে ঝিনাইদহ সহ আশেপাশের বিভিন্ন থানা এলাকায় বিক্রয় করে আসছেন। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা প্রক্রিয়া চলছে।
এদিকে, জেলা ডিবি পুলিশের অভিযানে ১৩ বোতল ফেনসিডিলসহ অন্য এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে । জেলা গোয়েন্দা শাখার এসআই তাপস মন্ডল জানান, ১৩ (তের) বোতল ফেনসিডিলসহ মো. স্বপন আলী (৩০)কে গ্রেফতার করা হয়েছে। আটক ব্যক্তির বাড়ী মহেশপুর থানার বামুনগাছি গ্রামে।
একি দিনে রাত ৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর দুধসর সাকিনস্থ শামীম হোসেনের দোকানের সামনে থেকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য ৩৯,০০০ টাকা।
পুলিশ জানায়, আসামী দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা হতে ফেন্সিডিল ক্রয় করে ঝিনাইদহ বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।