ডেস্ক রিপোর্ট
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন ৯ নং বারোবাজার ইউনিয়ন। মাদক ও সন্ত্রাসের অভয়ারণ্য বারোবাজার ইউনিয়নের বেলাট দৌলতপুর গ্রামের সাবেক ইউপি মেম্বার বুধোকে অন্য দুই মেম্বার বাবু ও শাহীন কর্তৃক মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী বুধো মেম্বারের অভিযোগ তাঁকে বিনা কারণে শাহীন মেম্বার ও বাবু মেম্বার পিটিয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!ভুক্তভোগী বুধো মেম্বার তাকে মারধরের কারণ উল্লেখ করতে গিয়ে বলেন, তিনি মূলত জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ট্রাক গাড়ী মার্কার নির্বাচন করার কারণে মারধরের শিকার হয়েছেন। শাহীন ও বাবু মেম্বার বারোবাজার ছাগলের হাটে সাধারণ মানুষের সামনে তাকে গালিগালাজ, মারধর ও হুমকি ধামকি দিয়েছে।
বুধো মেম্বারের মারধর, গালিগালাজ ও হুমকি ধামকির বিষয়ে শাহীন মেম্বারের মুঠোফোনে যোগাযোগ করলে, তিনি মারধর ও হুমকি ধামকির বিষয় সম্পূর্ণ অস্বীকার করেন।
প্রতিবেদকের প্রশ্নের জবাবে তিনি মারধর ও হুমকি ধামকির অভিযোগের বিষয় মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দেন।
এই বিষয়ে বারোবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ হায়াত মাহমুদের মুঠোফোনে কথা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তবে এই বিষয়ে কালীগঞ্জ থানায় কোন অভিযোগ দায়ের হয়নি বলে প্রতিবেদককে জানিয়েছেন।
প্রকাশ্যে বুধো মেম্বারকে মারধর ও হুমকি ধামকির কারণে সাধারণ মানুষের মনে ভয় ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
সন্ত্রাস ও মাদকের অভয়ারণ্য বারোবাজার বেশ কয়েক মাস সন্ত্রাসী কার্যক্রম থেকে মুক্ত থাকার কারণে সাধারণ মানুষের মনে স্বস্তি ছিল।
কিন্তু বুধো মেম্বারের মারধর ও হুমকি ধামকির কারণে সাধারণ মানুষ আবার ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে।