রোকনুজ্জামান, কোটচাঁদপুর
ঝিনাইদহে কোটচাঁদপুর উপজেলার গুড়পাড়া গ্রামের বিশিষ্ট সমাজ সেবক আব্দুস সাত্তার বিশ্বাস ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি ১৯৪১ সালে মুসলিম লীগের কোটচাঁদপুর থানার সদস্য পদ লাভ করেন এবং ১৯৭২ সাল পর্যন্ত অত্র পদে বহাল থেকে বিশেষ ভূমিকা পালন করেন। তিনি তৎকালীন সময় ১৯৬১-১৯৬৫ বকশিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।পরবর্তীতে তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে টানা তিন তিনবার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
এ ছাড়াও তিনি সে সময় ১৯৫৫-১৯৭২ সাল পর্যন্ত জুড়ির হাকিম হিসেবে সম্মানের সাথে দায়িত্ব পালন করেন। গুড়পাড়া গ্রামের সমাজ সংস্কারক এবং বর্তমানকার এই আধুনিকায়নে অন্যতম রূপকার এবং পথপ্রদর্শক হিসেবে তিনি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি হিসেবে তার এলাকাসহ পার্শ্ববর্তী এলাকায় অত্যন্ত সম্মান্বিত মুখ হিসেবে পরিতিচ লাভ করেন। ছোট থেকে বয়ঃবৃদ্ধ সবাই তাকে ভালোবাসেন এবং শ্রদ্ধা করেন। আব্দুস সাত্তার বিশ্বাস কৈশোর থেকে উপজেলার তৎকালীন অজোপাড়া গুড়পাড়া গ্রামের সার্বিক উন্নয়নে ব্যাপকভাবে ভূমিকা পালন করেছেন। উপজেলার এলাঙ্গী ইউনিয়নের গুড়পাড়া গ্রামে প্রাইমারি স্কুল,মাদ্রাসা,মসজিদ বিনির্মানে তার অবদান ছিলো সবচেয়ে বেশি। একজন সফল এবং প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি সুপরিচিত ছিলেন।
এ সময় এলাকা বাসিরা জানায়,পৃথিবীতে মানুষ তার কর্ম দ্বারা আজীবন বেঁচে থাকেন মানুষের মনে,ভালোবাসায়,শ্রদ্ধায়। মৃত্যু কখনো একজন মানুষের এই অর্জন পৃথিবী থেকে মুছে দিতে পারে না। উত্তম কাজ,সদাচরণ ,সমাজ সংস্কার এবং মানবতার জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করার মধ্যদিয়ে মানুষ,মানুষের হৃদয়ে বেঁচে থাকেন অমর হয়ে। আজ তেমনি একজন বিশিষ্ট সমাজ সংস্কারক,রাজনৈতিক,প্রবীণ এবং গুণী মানুষকে আমরা হারালাম। এসময় তারা আরো বলেন, তিনি আমাদের গুড়পাড়া গ্রামের একজন গর্বিত সন্তান এবং সম্পদে পরিণত হয়েছিলেন তার উত্তম কর্ম দ্বারা। তার এই অসামান্য কৃতিত্ব এবং অবদানের জন্য তিনি গুড়পাড়া গ্রামবাসীর মনের মণিকোঠায় আজীবন ধরে শ্রদ্ধায়,ভালোবাসায় আসীন হয়ে থাকবেন।
সোমবার ১০ই নভেম্বর রাত নয়টার দিকে তার নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। আব্দুস সাত্তার বিশ্বাস দীর্ঘদিন ধরে মাজা হাড়ের সমস্যা সহ ডায়াবেটিসে ভুগছিলেন বলে তার ছোট ছেলে রোকনুজ্জামান ডাবলু জানিয়েছেন। দুপুরে গুড়পাড়া দাখিল মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ তার জানাজা নামাযে ঢল নামে লাখো মানুষের। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকেকে দাফন করা হয়। তার এই মৃত্যুতে এলাকা বাসি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গভীর ভাবে শোকাহত হয়েছে। সর্বস্তরের শ্রেণী পেশার মানুষেরা মহান আল্লাহর কাছে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। আব্দুস সাত্তার বিশ্বাস জন্মগ্রহণ করেন ১৯৩০ সালের অক্টোবরে