শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি:
Thank you for reading this post, don't forget to subscribe!ঝিনাইদহের শৈলকুপায় এক শ্রমিক কে গাছে বেঁধে মধ্যযুগীয় বর্বরতা চালিয়ে প্রকাশ্যে পিটিয়ে ও নির্যাতন করে হত্যার ঘটনা ঘটেছে। গ্রাম্য সালিশে সমাজপতির আড়ালে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীরা এমন হত্যাযজ্ঞ ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।
নিহত শ্রমিকের নাম শরিফুল ইসলাম বাটুল(৪০)। শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামের সর্দারপাড়ায় সোমবার সন্ধ্যার দিকে এঘটনা হলেও মঙ্গলবার পর্যন্ত থানায় এখনো কোন মামলা হয়নি। কেউ আটক বা গ্রেফতারও হয়নি। নিহত বাটুল শেখপাড়া গ্রামের তারাচাঁদ মন্ডলের ছেলে। সে হোটেল শ্রমিকের কাজ সহ ভ্যান চালিয়ে মা আছিরণ নেছা কে নিয়ে সংসার চালাতো।
এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা যায়, শরিফুল ইসলাম বাটুলের সাথে একই গ্রামের তার মামাতো ভাই রহিম, লিটন ও রহমানের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তারা এলাকার চিহ্নিত মাদককারবারীদের সখ্যতা গড়ে মাদক ব্যবসা সহ শ্রমিক বাটুলের সম্পত্তি জবরদখলের চেষ্টা করে আসছিল ।
সোমবার বিকালে মামাতো ভাইদের সাথে বাটুলের বাকবিতন্ডা হয় এবং বাটুল কে গ্রাম্য সালিশে লাঞ্চিত সহ বাড়ির পাশে একটি গাছের সাথে বেঁধে মধ্যযুগীয় কায়দায় সারা শরীরে বে-ধড়ক মারপিট ও নির্যাতন চালায় । এতে মুমুর্ষ অবস্থায় পড়লে রাত ৯টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বাটুলের মৃত্যু হয়।
র্যাব-পুলিশের হাতে একাধিকবা গ্রেফতার হওয়া ও কয়েকটি মাদক মামলার আসামী শেখপাড়া গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী বকুল জোয়ার্দ্দার সহ প্রভাবশালীরা এ সালিশ-বৈঠকের আয়োজন ও মারপিটের সাথে জড়িত বলে জানিয়েছে নিহতের স্বজনরা।
বাটুলের মা আছিরণ নেছা জানায় বকুল জোয়ার্দ্দার গ্রামের মাতব্বর, তার ডাকেই এই সালিশ ও মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম চৌধূরী বলেন, শৈলকুপার শেখপাড়াতে বাটুল নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মাদক কারবারী ও শরীকদের মধ্যে জমি নিয়ে বিরোধে এটি ঘটতে পারে বলে পুলিশের ধারনা, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত থানায় কোন অভিযোগ না আসায় মামলা দায়ের হয়নি বলে জানায় পুলিশ।