আব্দুল জাব্বার, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
Thank you for reading this post, don't forget to subscribe!ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নাদ পাড়া গ্রামের হিন্দু ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের উপজেলা আমীরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ আগস্ট) রাত ৮ টায় নাদপাড়া যুব মিলন মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শৈলকুপা উপজেলা শাখার আমীর অধ্যাপক এ এস এম মতিউর রহমান । অত্যন্ত প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এ সভা পরিচালনা করেন আব্দুল কাদের মোল্লা।এ সময় গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে বক্তব্য রাখেন মো. নওশের আলী বিশ্বাস, মো. আব্দুল কাদের (কানু) জোয়ারদার, মো. আব্দুল মালেক মন্ডল, মো. মজিবুর রহমান মাষ্টার, মোহাম্মদ আলী, মো. রিপন হোসেন।
সম্প্রীতির বন্ধনে মিলেমিশে পরস্পরে আমাদের এ গ্রামকে সুন্দরভাবে গড়ে তুলি ও নিরাপদ রাখি এ আহ্বান জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন হিন্দু সম্প্রদায়ের অন্যতম ব্যক্তি শ্রী জগদীশচন্দ্র বিশ্বাস, শ্রী কুমারেশ বিশ্বাস, শ্রী দিপুরঞ্জন দত্ত, অশোক কুমার বিশ্বাস প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপজেলা আমির বলেন, বর্তমান পরিস্থিতিতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটেছে তা কোনোভাবেই আমাদের প্রত্যাশিত নয়। চলমান পরিস্থিতি সামনে রেখেই জাতির উদ্দেশে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেছেন, সংখ্যালঘু বলতে কোনো কিছু নেই। আমরা এ দেশেই জন্মগ্রহণ করেছি। আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা এই দেশের গর্বিত নাগরিক। নাগরিক হিসেবেই আমাদের প্রত্যেকের মর্যাদা অধিকার সমান। সুতরাং আমাদের এই দৃষ্টিকোন থেকে ভূমিকা রাখতে হবে। হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের উদ্দেশ্য বলেন, বর্তমান পরিস্থিতি তে যদি কোন দুষ্কৃতিকারীরা তাদেরকে আঘাত, হামলা, ভাঙচুুর করে বা করার চেষ্টা করবে তখন সঙ্গে সঙ্গে গ্রামের নেতৃত্ব দানকারীদের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন।