ডেস্ক রিপোর্ট
যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে হরিণাকুন্ডুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিত!
Thank you for reading this post, don't forget to subscribe!ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের, মধ্যদিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিত হয়।
সোমবার (১৬সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের সম্মেলন কক্ষে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন উপলক্ষে হযরত মুহাম্মদ (স.) এর জীবনী ও কর্মের উপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদুল হক টিটু ও সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমরুল কায়েস। এসময় দোয়া পরিচালনা করেন সহকারী শিক্ষক মো. মোখলেছুর রহমান মুকুল।
আজ ১২ রবিউল আউয়াল। এ দিন মানব জাতির শিরোমণি মহানবী হযরত মুহাম্মদ (স.) এর জন্ম ও ওফাতের দিন। এ দিনটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) নামে পরিচিত। প্রায় এক হাজার ৪১২ বছর আগে এই দিনে আরবের মরু প্রান্তরে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.)। আবার এই দিনে তিনি পৃথিবী ছেড়ে চলে যান।