আব্দুল্লাহ আল মামুন, স্টাফ রিপোর্টার:
Thank you for reading this post, don't forget to subscribe!ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও সর্বোচ্চ নিরাপত্তার মধ্যদিয়ে দ্বিতীয় ধাপে ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন শুরু হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টায় ব্যালট পেপারের মাধ্যমে প্রতিটি কেন্দ্রে ভোট গ্রহন শুরু হয়। শুরুতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়বে বলে প্রতিনিধি দায়িত্বশীলদের ধারণা।
হরিনাকুন্ডু উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন,পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৮টি ইউনিয়ন ও পৌরসভা নিয়ে গঠিত হরিণাকুন্ডু উপজেলা, এই নির্বাচনকে অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে সবধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। পুলিশের পাশাপাশি আনসার ও গ্রাম পুলিশ কেন্দ্রে মোতায়েন করা হয়েছে। এছাড়াও বিজিবি র্যাবসহ বিভিন্ন আইনশৃংঙ্খলা বাহিনী টিমের পাশাপশি নির্বাহী ম্যাজিষ্টেট ও জন জুডিশিয়্যাল ম্যাজিষ্টেট নিয়োগসহ পুলিশের মোবাইল ও ষ্টাইকিং টিম মাঠে কাজ করছে।