আব্দুল্লাহ আল মামুন, স্টাফ রিপোর্টার
Thank you for reading this post, don't forget to subscribe!ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভায়না ইউনিয়নের মালিপাড়া গ্রামে আজ ( ১ মে ) বুধবার আনুমানিক ১১টার দিকে কে বা কাহারা প্রায় ১০ বিঘা পানের বোরজে আগুন লাগিয়ে পুড়িয়ে ছাই করে দিল প্রায় ৫০ জন কৃষকের স্বপ্ন।মালিপাড়া ও আব্দালপুরের মাঝে কুমার নদী, এই নদীর এপার থেকে আব্দালপুর ব্যাঙপাড়ার স্থানীয় জনসাধারণ আগুন লাগা দেখতে পেয়ে নদী পার হয়ে আগুন নেভাতে শুরু করেন, এমন অবস্থা হচ্ছিল যে একটি পানের বোরজের আগুন নেভাতে না নেভাতেই অন্য আরও একটি বোরজে আগুন লেগে যাচ্ছিল।
পরবর্তীতে হরিণাকুন্ডু থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের ভাষ্য মতে আগুন লাগার ঘটনা পূর্ব পরিকল্পিত বলে অনেকেই মনে করছেন। অনেকেই আনুমানিক ভাবে কথা বলেছেন যে সুপরিকল্পিত ভাবে দূরবিত্তরা পানের বোরজের চালে পাটের আশের সাথে বারুদ পেচিয়ে মশার কয়েলের মাধ্যমে আগুন দেয় পরবর্তীতে কয়েল আস্তে আস্তে পুড়তে পুড়তে বারুদের সংস্পর্শে আসলে আগুনের সৃষ্টি হয়।পাশ্ববর্তী কয়েকটি পানের বোরজ থেকে স্থানীয়রা এসব সামগ্রী উদ্ধার করে। তবে আমাদের কাছে এর সামগ্রী বা তথ্য এখনো সঠিকভাবে আসেনি।