বনি আমিন, কালীগঞ্জ:
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ পৌর এলাকার আড়পাড়া গ্রামের শাহজাহান আলী এবং আদুরি বেগমের একমাত্র সন্তান, ১১ বছর বয়সী আল সিয়াম, তার অদম্য মেধা ও অসাধারণ প্রতিভার মাধ্যমে এলাকাবাসীকে তাক লাগিয়ে দিয়েছে। ষষ্ঠ শ্রেণির ছাত্র আল সিয়াম ছোট্ট গবেষণাগারে বসেই তৈরি করে ফেলেছে বাস, ট্রাক, ট্যাক্টর, ডাম্পট্রাক, মিনিবাস, রোবটসহ বিভিন্ন খেলনা যানবাহন। তার এই অসাধারণ প্রতিভা দেখে মুগ্ধ তার পরিবার, আত্মীয়-স্বজন, প্রতিবেশীসহ সবারই মনে এক বিশেষ জায়গা তৈরি হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!সরেজমিনে সিয়ামের বাড়িতে গিয়ে দেখা যায়, তার বাবা শাহজাহান আলী একটি ব্রয়লার মুরগির খামার গড়ে তুলেছেন, যেটি পরিচালনা করেন তার মা আদুরি বেগম। তবে খামারের পাশেই রয়েছে সিয়ামের নিজস্ব একটি ছোট্ট গবেষণাগার, যেখানে রয়েছে নানা ধরনের স্বল্পমূল্যের বৈদ্যুতিন যন্ত্রপাতি। এখানে বসেই সে তৈরি করেছে রোবট, স্মার্ট বাসসহ নানা ধরনের ছোট-বড় যানবাহন। এমনকি, তার তৈরি রোবট কথোপকথনেও পারদর্শী, যা দেখে উপস্থিত সবাই হতবাক হয়ে যান।
খুদে প্রকৌশলী আল সিয়াম নিজেই জানান, “আমি স্মার্ট বাস, ট্রাক, রোবটসহ একাধিক যন্ত্র তৈরি করেছি। আমার তৈরি রোবট আমার বানানো ডিভাইসের মাধ্যমে চালিত হয়। পড়াশোনার পাশাপাশি এসব আমি তৈরি করি। আমার স্বপ্ন, আমি এমন কিছু আবিষ্কার করব, যা দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।”
এদিকে, আল সিয়ামের মা আদুরি বেগম জানান, “আমাদের আর্থিক অবস্থা ভালো নয়, আর ওর বাবা কখনো এসব যন্ত্রপাতি কেনার পক্ষে ছিলেন না। তবে আমি ওকে সহায়তা করার জন্য খামারের মুরগির ডিম বিক্রি করে কিছু টাকা জমিয়ে ওকে গোপনে দিতাম। পরে ছেলের আগ্রহ দেখে তার জন্য একটি আলাদা ঘরের ব্যবস্থা করেছি।”
আল সিয়ামের বাবা শাহজাহান আলী জানান, “প্রথমে ছেলের এসব খেলা আমি একেবারেই পছন্দ করতাম না। কিন্তু এখন, ছেলের এই প্রতিভা দেখে মনটা ভালো হয়ে গেছে। তবে, তার সকল যন্ত্রপাতি কিনে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। যদি তাকে আরো সহায়তা করা যায়, তাহলে হয়তো সে আরও ভালো কিছু তৈরি করতে পারবে।”
এখানে, আল সিয়ামের প্রতিভা শুধু তার পরিবারের জন্য গর্বের বিষয় নয়, বরং এ প্রতিভা সকলের কাছে এক অনুপ্রেরণা হিসেবে দাঁড়িয়ে আছে। তার এই অদম্য মেধা এবং অধ্যাবসায় আগামী দিনে দেশের উন্নয়নে বিশাল ভূমিকা রাখতে সক্ষম হতে পারে, যদি তাকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়