কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
কালীগঞ্জে জমে উঠেছে ঈদের বাজার, বাড়তি দামের অভিযোগ করেছে অনেকে। রমজানে দ্রব্য মূল্যের উর্দ্ধগতির চাপ সহ্য করেই মধ্যবিত্ত ও নিন্মবিত্তরা এবার রোজা রেখেছেন ।তবে দ্রব্য মূল্যের উর্দ্ধগতি উপক্ষো করে ঈদুল ফিতরকে সামনে রেখে পরিবারের কথা ভেবে অধিকাংশ মানুষ বারাজমুখি হচ্ছেন ।
Thank you for reading this post, don't forget to subscribe!ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শহরের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান ক্রেতার পদচারনায় মুখর হতে শুরু করেছে, বিশেষ করে ইফতার শেষে দোকানগুলোতে ভিড় বেশি দেখা যাচ্ছে । সরজমিনে দেখা যায়, শহরের মুনসুর প্লাজা, দশ তলা মার্কেট, নেছা শপিং মল ,ছন্দা সিনেমা হল মার্কেট, নিমতলা বাসষ্টান্ডের দোকানগুলো ও হাটচাঁদনী এলাকার কাপড়ের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় জমতে শুরু করেছে বেশি ।ইদ সামনে রেখে প্রায় ৩ লাখ মানুষের শহর কালীগঞ্জের ব্যবসা প্রতিষ্ঠানসহ শহরের রাস্থাগুলো ক্রেতাদের পদচারনায় এখন মুখর । শহরের মেইন বাসস্টান্ডে ফুটপথের দোকানগুলোর বেচাকেনাও জমে উঠেছে ।নিন্ম মধ্যবিত্তের আনাগোনা ফুটপথের এ দোকানগুলোতে বেশি পরিলক্ষিত হচ্ছে ।তবে অধিকাংশ ক্রেতার অভিযোগ ব্যবসায়ীরা বাড়তি দাম নিচ্ছেন ।
পরিবারের জন্য পোশাক ক্রয় করতে আসা ইফতেখার আলম বলেন , ভাবলাম আগেই ইদের মার্কেট করে রাখি ।আজ মেয়ের জন্য পোশাক কিনতে আসলাম ।তবে পোশাকের দাম অনেক বেশি চাইছে দোকানী ।এটা যেন অরেক বিড়ম্বনা ।
শহরের কাপড় ব্যবসায়ী ওহিদুজ্জামান মিলন জানান , আমরা আশা করছি ইদের আগে ক্রেতা আরো বাড়বে ।অন্য বছরের তুলনায় এবার বেচাকেনাও বেশি হবে ।
কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি আসাদুজ্জামান বলেন, ক্রেতাদের সংখ্যা আরো বাড়বে ।আশা করছি অন্য বছরের তুলনায় এ বছর ব্যবসা ভাল হবে ।ব্যবসায়ীদের দাম বেশি রাখার প্রসঙ্গে তিনি আরো বলেন , ইতিমধ্যে স্বল্প লাভে সকল ব্যবসায়ী পন্য বেচার জন্য তাগিদ দিয়েছি ।