আব্দুল জব্বার, শৈলকুপা প্রতিনিধি
Thank you for reading this post, don't forget to subscribe!ঝিনাইদহের শৈলকুপায় কৃষকের ২০ বিঘা জমির কলাগাছ, পাঁচ বিঘা জমির মরিচ ও দুই বিঘা জমির কচু গাছ রাতের আধারে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত ৫ই জুলাই শুক্রবার দিবাগত রাতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেণী ইউনিয়নের জুগিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিভিন্ন কারনে অস্থিতিশীল। সামান্য কারনে এখানে শুরু হয় অস্ত্রের দামামা। তুচ্ছ কারনে ঘটছে হত্যাকাণ্ড, ফসল নষ্টসহ নানা অপরাধের ঘটনা। গত শুক্রবার শৈলকুপার ১নং ত্রিবেণী ইউনিয়নের জুগিপাড়া গ্রামে ঘটে গেলো এক ন্যাক্কারজনক ঘটনা।কে বা কারা এঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।নষ্ট হয়েছে ১৫ জন কৃষকের ২৭ বিঘা জমির স্বপ্নের ফসল।
এ প্রসঙ্গে স্থানীয় কৃষক মেহেদী হাসান জানান, ” আমাদের এলাকায় প্রায়ই ঘটছে ফসলের উপর হামলার ঘটনা যা খুবই দুঃখজনক এতে কৃষক ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে ।”
কৃষক হাফিজুর রহমান জানান,” অনেকের ফসল কেটেছে দুর্বৃত্তরা এরমধ্যে,রেজাউল করিমের ২ বিঘা জমির কলা ও ১ বিঘা জমির ঝাল,শাহিনুরের ১ বিঘা, বকুলের ১ বিঘা,মাজেদের ২ বিঘা কলা ও ১ বিঘা ঝাল এবং ১০ কাঠা কচু,ফজলুর রহমানের ১ বিঘা,মিলটনের ১বিঘা, মান্নানের দেড় বিঘা,মন্টুর ১ বিঘা,লতিফের ১ বিঘা,ফারুকের ২ বিঘা, আমুদ আলীর ২ বিঘা জমির কলা ও ১ বিঘা জমির ঝাল,রাতুলের ১ বিঘা, হাফিজুরের ২ বিঘা,আকরামের ১০ কাঠা,সেকেন্দার ও আলীর ১বিঘা জমির কলা গাছ।”
এছাড়াও সান্টু, খাইরুল ও সেকেন্দারের দুই বিঘা জমির মরিচ গাছ কেটেছে কে বা কারা রাতের অন্ধকারে।
রামচন্দ্রপুর ক্যাম্পের ইনচার্জ এস আই তৌহিদুর রহমান জানান ১০ থেকে ১৫ কৃষকের ১৫ থেকে ২০ বিঘা জমির কলাগাছ ও আনুমানিক ৫ বিঘা জমির ঝাল গাছ কে বা কারা রাতের আঁধারে কেটে দিয়েছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তদন্ত করে দেখছি।