ঝিনেদার কাগজ || Jhenedar kagoj || সত্যের আলোয় সুন্দর

২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঝিনাইদহ-১ আসনে আলোচনায় সাবেক ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রয়াত সংসদ সদস্য আব্দুল হাইয়ের ঝিনাইদহ-১ আসনে আসন্ন উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আলোচনায় আছেন ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের মোস্তাফিজুর রহমান মোস্তাক। গত ১৬ মার্চ ব্যাংককে জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই মারা যান। ঈদের পর নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পরিকল্পনায় মোস্তাকের পক্ষে সম্ভাব্য প্রার্থী হিসেবে ইতোমধ্যে জনমত তৈরি হয়েছে। এ প্রসঙ্গে আ্ওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান খবরের কাগজকে বলেন, ঈদের পর আওয়ামী লীগ সভাপতির কার্যালয় থেকে নির্বাচনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি করা হবে বলে।
#ঝিনাইদহ_১_শৈলকুপা_আসন থেকে গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম কিনেছিলেন সদ্য প্রয়াত এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইসহ আওয়ামী লীগের ৬ প্রার্থী। এর মধ্যে মোস্তাফিজুর রহমান মোস্তাক মনোনয় না পেয়ে নৌকার প্রার্থী আব্দুল হাইয়ের হয়ে নির্বাচনে কাজ করে যান।
মোস্তাক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে মাস্টার দ্যা সূর্যসেন হল ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন। ২০০৬ সালে আওয়ামী লীগের দু:সময়ে বিএনপি-জামায়াত জোট সরকারের বিরুদ্ধে আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের শীর্ষ নেতাদের সঙ্গে নেতৃত্বে ছিলেন তৎকালিণ সূর্যশেন হল ছাত্রলীগের প্রভাবশালী নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক। সেই আন্দোলনের সারা দেশে ছড়িয়ে পড়লে ২০০৭ সালের ১/১১ জরুরি অবস্থা জারি করা হয়। রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। এর পরপরই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে গ্রেফতার করার পর ১৪৪ ধারা ভঙ্গ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫ জনের মিছিল হয়। সেই বিক্ষোভ মিছিলের নেতৃত্বে ছিলেন তৎকালিন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক। এছাড়াও ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গ্রেনেড হামলার প্রতিবাদের হাইকোর্টের সামনে মানববন্ধ করতে গেলে গ্রেফতার হন তৎকালিণ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক।
ঝিনাইদাহ কলেজ ছাত্রলীগের নেতৃত্ব দেওয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এরপর কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির দায়িত্ব পালন করে আসছেন টানা তিনবার। জেলা আওয়ামী লীগের সদস্য পদেও দায়িত্ব পালন করছেন তিনি।
মোহামারি করোনার সময় নিজ এলাকায় বিভিন্ন স্কুল মাদ্রাসা ও এতিমখানা, দুস্থ অসহায় নিরীহ বঞ্চিত মানুষের পাশে সাহায্য ও সেবা নিয়ে আলোচনায় ছিলেন মোস্তাক। ঝিনাইদহ-১ মনোনয়নের আলোচনায় থাকা আওয়ামী লীগের এই নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে মনোনয়ন প্রত্যাশা করি। তিনি নির্বাচন করার সুযোগ দিলে নৌকাকে বিজয়ী করে শৈলকুপার মানুষের জন্য কাজ করবো। আমার রাজনৈতিক জীবনের কর্ম তৎপরতা ও আওয়ামী লীগের প্রতি আমার পরিবারের অকৃতিম ভালোবাসা ও ত্যাগের কথা বিবেচনা করে স্মার্ট শৈলকুপা গড়তে এবং জনসাধারণে জন্য আমার সর্বোচ্চটা দিয়ে কাজ করে যাবো। তিনি বলেন, এই আসনে মানুষের সকল সমস্যার কথা আমি জানি। নেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে আমি নির্বাচিত হয়ে এলাকার সকল সমস্যা খুব সহজেই সমাধান করতে পারব।

আরও পড়ুন

মিয়ানমারে লড়াইয়ের জন্য জড়ো হচ্ছে রোহিঙ্গারা

মিয়ানমারে লড়াইয়ের জন্য জড়ো হচ্ছে রোহিঙ্গারা

অনুবাদ রয়টার্স থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী বসতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর বসবাস। ২০১৭ সালে বৌদ্ধ অধ্যুষিত মায়ানমার সরকার দেশটির

যবিপ্রবির ভিসি অধ্যাপক ড. এম মজিদের সংবর্ধণা কমিটির প্রস্তুতি সভা

হরিণাকুণ্ডুতে যবিপ্রবির ভিসি অধ্যাপক ড. এম মজিদের সংবর্ধণা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

হরিনাকুণ্ড প্রতিনিধি ঝিনাইদহের হরিণাকুণ্ডুর বরেণ্য শিক্ষাবীদ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সলর অধ্যাপক ড. এমএ মজিদের সংবর্ধনা প্রদান কমিটির

মানুষের ভোটার অধিকার হরণ

‘মানুষের ভোটাধিকার হরণ করে এমন স্বাধীনতা আমরা চাইনি’

মোস্তাফিজুর রহমান, কোটচাঁদপুর মানুষের ভোটাধিকার হরণ করে এমন স্বাধীনতা আমরা চাইনি। ধর্ষণ সেঞ্চুরি করে উল্লাস করে এমন স্বাধীনতা আমরা চাইনি।

দরিদ্র মেধাবী ছাত্র নীরবের পাশে মানবতার হাত

দরিদ্র মেধাবী ছাত্র নীরবের পাশে মাও. আবু তালেব

বনি আমিন, কালীগঞ্জ (ঝিনাইদহ) ঝিনাইদহের মঙ্গলপৈতা কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র সালমান ইসলাম নীরবের পড়াশোনার পথে দীর্ঘদিনের আর্থিক

কপ২৯: বছরে ৩০০ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পেল দরিদ্র দেশগুলো

কপ২৯: বছরে ৩০০ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পেল দরিদ্র দেশগুলো

ডেস্ক রিপোর্ট দীর্ঘ দর-কষাকষির পর সমঝোতায় পৌঁছেছে কপ২৯। বিশ্বের ধনী দেশগুলো প্রতিশ্রুতি দিয়েছে, জলবায়ু সংকটের ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোকে অভিযোজন