রোকনুজ্জামান, কোটচাঁদপুর
ঝিনাইদহে কোটচাঁদপুরে দুধসরা ভবানীপুর যুব সমাজের উদ্যোগে ৯ম বার্ষিকী এক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!মঙ্গলবার বিকালে শহরের দুধসরা বাসস্টান্ড সংলগ্ম ডেঙ্গার মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠান তরুন সমাজ সেবক কাজী যুবায়ের আহম্মেদের পরিচালনা প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন ও বেনাপোল আননূর ফাউন্ডেশনের চেয়ারম্যান হয়রত মাওলানা এনামুল হাসান বিন নূর। দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,ঝিনাইদহের মজলিসুল মুফাসসিরিন সদস্য হয়রত মাওলানা কে এম রাইসুল ইসলাম রাসেল। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মহেশপুর ব্রীজঘাট বাজার জামে মসজিদের খতিব হাফেজ হযরত মাওলানা ইমরান হুসাইন (কাজল)।
মাহফিলের সভাপতিত্ব করেন, দুধসরা বাসস্টান্ড জামে মসজিদের সেক্রেটারী সিরাজুল ইসলাম। এসময় অনুষ্ঠানের স্থানীয় বিভিন্ন জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলোন।