ঝিনেদার কাগজ || Jhenedar kagoj || সত্যের আলোয় সুন্দর

২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শৈলকুপায় নির্বাচন পরবর্তী সহিংসতায় উভয় গ্রুপের ২০ টি বাড়িঘর ভাংচুর লুটপাট আহত ৭

শৈলকুপায় নির্বাচন পরবর্তী সহিংসতায় উভয় গ্রুপের ২০ টি বাড়িঘর ভাংচুর লুটপাট আহত ৭

স্টাফ রিপোর্টার

শৈলকুপার ধলহরাচন্দ্র ইউনিয়নের বন্দেখালী গ্রামে ভোট দেওয়া কেন্দ্র করে আলীগে ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে ২০ টি বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটে হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে ।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় দুগ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকাবাসী সুত্রে জানা গেছে ধলহরাচন্দ্র ইউনিয়নের বন্দেখালী গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মেম্বারের সাথে একই গ্রামের মাতুব্বর আওয়ামী লীগ কর্মী আতিয়ার রহমানের সামাজিক ভাবে বিরোধ চলে আসছিল।

তার জের ধরে আতিয়ার রহমান তার সমর্থকদের নিয়ে আওয়ামী নেতা মুস্তাাফিজুর রহমান মুস্তাক শিকদারের সাথে মোটরসাইকেল মার্কায় ভোট দেয়। তার জের ধরে দুগ্রুপের২০টি বাড়ি ভাংচুর ও লুটপাট হয়। এসময় উভয় গ্রুপের জলিল উদ্দিন, পচাঁ মন্ডল,আজব মন্ডল আদেল ও আকুল সহ ৫/৭ জন গুরুতর ভাবে আহত হয়।আহত ব্যক্তিদের কে চিকিৎসার জন্য শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে আতিয়ার রহমান জানান,আমরা সবাই মুস্তাক শিকদারের সাথে নৌকায় যোগদান করি।

একই ভাবে মোটরসাইকেল মার্কায় ভোট দেওয়ার অপরাধ আুবুল হোসেন মেম্বার হুকুম দিয়ে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের প্রায় ২০ জন ব্যক্তির বাড়ি ঘর ভাংচুর ও প্রায় ১কোটি টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। এব্যাপারে আবুল হোসেন মেম্বারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি। আওয়ামী নেতা মুস্তাফিজু রহমান মুস্তাক জানান, আতিয়ার রহমান তার সামাজিক দলের লোকজন নিয়ে আমার সাথে যোগদান করে মোটরসাইকেল মার্কায় ভোট দেওয়ার আপরাধে বুধবার সকাল থেকে দুপুর পযর্ন্ত কয়েক দফায় হামল চালিয়ে তাদের বাড়ি ঘর ভাংচুর ও মালামাল লুটপাট করে।

এব্যাপারে ধলহরাচন্দ্র ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মতিয়ার রহমান বিশ্বাস বলেন আমার দলের লোকজনের উপর তারা হামলা করলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।এতে উভয় গ্রুপের কিছু বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট সহ কয়েকজন গুরুতর ভাবে আহত হয়। এব্যাপারে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মুন্নু জানান আমার মোটরসাইকেল মার্কায় ভোট দেওয়ার কারনে তাদের উপ

র মতিয়ার রহমান চেয়ারম্যানের সমর্থকরা হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাংচুর ও মালামাল লুটপাট করে নিয়ে গেছে বলে শুনেছি।আমি সেখানে যাচ্ছি পরিদর্শন করে বিস্তারিত বলতে পারবো। এ ব্যাপারে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত শফিকুল ইসলাম জানান আমি বাড়ি ঘর ভাঙচুরের ঘটনা শুনে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়ন করেছি। পরিস্থিতি শান্ত রয়েছে । লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।

উল্লেখ্য গতকাল শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে, মোস্তফা আরিফ রেজা মন্নু, মটর সাইকেল মার্কা ও শামীম হোসেন মোল্লা দোয়াত কলম মার্কা নিয়ে লড়াই করে, মটর সাইকেল বিজয়ী হয়েছে।

আরও পড়ুন

মিয়ানমারে লড়াইয়ের জন্য জড়ো হচ্ছে রোহিঙ্গারা

মিয়ানমারে লড়াইয়ের জন্য জড়ো হচ্ছে রোহিঙ্গারা

অনুবাদ রয়টার্স থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী বসতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর বসবাস। ২০১৭ সালে বৌদ্ধ অধ্যুষিত মায়ানমার সরকার দেশটির

যবিপ্রবির ভিসি অধ্যাপক ড. এম মজিদের সংবর্ধণা কমিটির প্রস্তুতি সভা

হরিণাকুণ্ডুতে যবিপ্রবির ভিসি অধ্যাপক ড. এম মজিদের সংবর্ধণা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

হরিনাকুণ্ড প্রতিনিধি ঝিনাইদহের হরিণাকুণ্ডুর বরেণ্য শিক্ষাবীদ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সলর অধ্যাপক ড. এমএ মজিদের সংবর্ধনা প্রদান কমিটির

মানুষের ভোটার অধিকার হরণ

‘মানুষের ভোটাধিকার হরণ করে এমন স্বাধীনতা আমরা চাইনি’

মোস্তাফিজুর রহমান, কোটচাঁদপুর মানুষের ভোটাধিকার হরণ করে এমন স্বাধীনতা আমরা চাইনি। ধর্ষণ সেঞ্চুরি করে উল্লাস করে এমন স্বাধীনতা আমরা চাইনি।

দরিদ্র মেধাবী ছাত্র নীরবের পাশে মানবতার হাত

দরিদ্র মেধাবী ছাত্র নীরবের পাশে মাও. আবু তালেব

বনি আমিন, কালীগঞ্জ (ঝিনাইদহ) ঝিনাইদহের মঙ্গলপৈতা কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র সালমান ইসলাম নীরবের পড়াশোনার পথে দীর্ঘদিনের আর্থিক

কপ২৯: বছরে ৩০০ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পেল দরিদ্র দেশগুলো

কপ২৯: বছরে ৩০০ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পেল দরিদ্র দেশগুলো

ডেস্ক রিপোর্ট দীর্ঘ দর-কষাকষির পর সমঝোতায় পৌঁছেছে কপ২৯। বিশ্বের ধনী দেশগুলো প্রতিশ্রুতি দিয়েছে, জলবায়ু সংকটের ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোকে অভিযোজন