বনি আমিন
টিসিবির পণ্যসহ সকল সরকারি সেবাখাত দুর্নীতি মুক্তের দাবি নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালীগঞ্জ পৌর শাখার নেতারা। এছাড়া সকল সরকারি সেবাখাত দুর্নীতি মুক্তের দাবি সহ এগুলো জনসাধারণের মাঝে সুষ্ঠু বণ্ঠন নিশ্চিত চান নেতারা।
Thank you for reading this post, don't forget to subscribe!মঙ্গলবার দুপুর ১২ টায় পৌর শাখার আমির অধ্যাপক লুৎফুর রহমানের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেদারুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এতে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল করিম, ত্রিলোচনপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সাবরুস সোবহানসহ পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় কালিগঞ্জ পৌরসভার সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সার্বিক সহায়তার প্রতিশ্রুতি প্রদান করেন এবং কালীগঞ্জের উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে মাদক, সন্ত্রাস, দূর্ণীতি, ও চাঁদাবাজ মুক্ত সমাজ গঠনে নির্বাহী কর্মকর্তার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান জামায়াতে ইসলামীর নেতারা।
গত ২৪ সেপ্টেম্বর কালীগঞ্জের ইউএনও হিসেবে যোগদেন দেদারুল ইসলাম। তিনি ৩৫তম বিসিএসের মাধ্যমে সরকারি চাকিরিতে যোগদান করেন।