আল মামুন, হরিণাকুন্ডু
Thank you for reading this post, don't forget to subscribe!ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী-৩ (আর,ই,আর, এম,পি-৩) শীর্ষক প্রকল্পের নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের (এল জি ই ডি) এর চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে (২৮ শে জুলাই) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এল,জি,ই,ডি), এর আয়োজনে হরিণাকুন্ডু পরিষদের হল রুমে চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান
অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী কর্মকর্তা, রাকিব হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক ও সনদপত্র প্রদান করেন ঝিনাইদহ -হরিণাকুন্ডু- ২ আসনের মাননীয় সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী (মহুল),বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম টিপু মল্লিক, ঈশিতা আক্তার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি), ফরিদা ইয়াসমিন উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা।
এসময় আরো উপস্থিত ছিলেন, মো. জাভেদ হাসান আক্তার, সভাপতি বাংলাদেশ প্রেসক্লাব হরিণাকুন্ডু শাখা, আব্দুল্লাহ আল মামুন সাংগঠনিক সম্পাদক ও মো. রবিউল ইসলাম, নির্বাহী সদস্য,বাংলাদেশ প্রেসক্লাব হরিণাকুন্ডু শাখা, মো. নাজমুল হুদা, চেয়ারম্যান ১ নং ভায়না ইউনিয়ন পরিষদ, মো. জাহিদুল ইসলাম (বাবু) চেয়ারম্যান ২ নং জোয়াদহ ইউনিয়ন পরিষদ, আবুল কালাম আজাদ চেয়ারম্যান ৪ নং দৌলতপুর ইউনিয়ন পরিষদ, শরাফত ইসলাম (ঝন্টু) চেয়ারম্যান ৫ নং কাপাহাটিয়া ইউনিয়ন পরিষদ, মো. বজলুর রহমান চেয়ারম্যান ৬ নং ফলসী ইউনিয়ন পরিষদ, মোঃ বশির উদ্দিন চেয়ারম্যান ৭ নং রঘুনাথপুর ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ।