আব্দুল্লাহ আল মামুন
হরিণাকুন্ডু উপজেলা প্রতিনিধি
ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার ৪ নং দৌলতপুর ইউনিয়নের দখলপুর বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেন।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী আজম মোহাম্মদ আবুবকর আমির ,বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ বাবুল হোসেন আমির, বাংলাদেশ জামায়াত ইসলামী হরিণাকুন্ডু উপজেলা শাখা।
প্রধান অতিথি বলেন, একটা সময় ৭ই নভেম্বর জাতীয় দিবস পালিত হতো কিন্তু ১৯৯৬ সালে যখন স্বৈরশাসক আওয়ামী সরকার ক্ষমতায় আসে এই দিবসটি বাতিল করে দেন। যদি এই বিপ্লব না হতো তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না স্বৈরাচারী শাসক যখনি আসেন দেশকে ধ্বংস করে রেখে যান। তার জলজ্যান্ত প্রমান বিগত ১৫ বছর কিভাবে মানুষকে অত্যাচারের শৃংখলে বেঁধে রেখেছিলেন। আল্লাহর অশেষ রহমতে আমাদের শাসক গোষ্ঠী থেকে রক্ষা করেছেন।
তিনি আরও বলেন, আমাদের সকলের উচিত সরল মনে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে আগামী দিন আমরা যেন সুন্দর বাংলাদেশ গড়তে পারি সেই আহ্বান আপনাদের কাছে ব্যক্ত করছি এবং আগামী জাতীয় নির্বাচনে আপনাদের অত্যন্ত পরিশ্রম করতে হবে, তাহলেই আমাদের বিজয় নিশ্চিত হবে।সকলকে সঙ্গবদ্ধ অবস্থায় থাকতে হবে।