মেজবাউর রহমান, ঝিনাইদহ :
“যুক্তির শানিত ধারে ছিন্ন হোক আধার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহ ডিবেটিং সোসাইটি এর আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো কার্যনির্বাহী পরিষদ গঠন ও সাধারণ সভা।১৭ই অক্টোবর বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!ঝিনাইদহ ডিবেটিং সোসাইটি কার্যনির্বাহী পরিষদ গঠন ও আলোচনা সভায় সম্মানিত সকল উপদেষ্টার উপস্থিতিতে এবং সকল সদস্যদের মতামতের ভিত্তিতে আংশিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সকলের সম্মতিক্রমে সভাপতি -আরিফুল ইসলাম, সহ সভাপতি -তাবিতা ইসলাম ঐশি,সাধারন সম্পাদক -শাহমুন হাসান রাসিব,সাংগঠনিক সম্পাদক -তাওহিদ ইসলামকে নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে ঝিনাইদহ ডিবেটিং সোসাইটির উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন সরকারি নুরুননাহার মহিলা কলেজের সহকারী অধ্যাপক রহমত আলী, কেশব চন্দ্র কলেজের প্রভাষক আলমগীর হোসাইন, একই কলেজের প্রভাষক সোহেল রানা, হাজী আরশাদ আলী কলেজের প্রভাষক আনিসুর রহমান মিলন, ঝিনাইদহ প্রেসক্লাবের সম্পাদক আমিনুল ইসলাম লিটন , সমাজ সেবক ও ব্যবসায়ী হুমায়ুন কবির, বিশিষ্ট সাংস্কৃতি ব্যাক্তিত্ব শাহিনুর আলম লিটন, সমাজ সেবক ও বিশিষ্ট ব্যাবসায়ী মাহফুজুর রহমান প্রমুখ।
ঝিনাইদহ জেলাতে বিতর্ক শিল্পকে এগিয়ে নিতে ২০১৬ সাল থেকে ঝিনাইদহ ডিবেটিং সোসাইটি বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে চলছে। ঝিনাইদহ বিতর্কের বিভিন্ন কাজের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে বর্তমান কমিটির সদস্যরা প্রতিশ্রুতি ব্যক্ত করেন।