তাসনিম মুহসীন, কালীগন্জ
Thank you for reading this post, don't forget to subscribe!দু গ্রুপে মধ্যে দ্বন্দে নিয়ে ঘর বাড়ি ছাড়া কালীগন্জের, কাশিপুর বেদে পল্লীর প্রায় একশো জন মানুষ। অনেক দিন ধরে দু গ্রুপে মধ্যে চলে আসছে এ বিরোধ। জানা যায় রাজনৈতিক প্রতিহিংসার কারনে বিভিন্ন সময়ে একটি দলকে হতে হচ্চে ঘর বাড়ি ছাড়া। বিভিন্ন সময় হামলা মামলার শিকার ছিন্নমুল এই মানুষ গুলো। এক গ্রুপের নেতৃত্ব দেয় রাসেল এবং অপর পক্ষের নেতৃত্ব দেয় মনিরুল ।
ইতিমধ্যে রাসেলের সর্ম্থকেরা দ্বাদশ নির্বাচনের পর থেকে ঘর বাড়ি ছাড়া বাসায় যেতে পারছেনা। তাদের দেওয়া হচ্ছে হুমকি ধামকিও। তারা ফুটপাতে বসবাস করছে। এমন অবস্হায় জায়গা দিয়েছেন সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নানের স্ত্রী শামিম আরা মান্নান।
এ মানুষ গুলা এখন তাদের বাসায় ফিরে যেতে মরিয়া। গরু ছাগল হাস মুরগি সব ধরে নিয়ে যাচ্ছে অপর গ্রপের লোকজন বলে জানা গেছে। বাড়ি ভাংচুর চুরি চাদাবাজি মারধর এর মতো ঘটনা ঘটছে। রাসেল সর্ম্থক মহিলাদের মেরে ফেলার হুমকিও দেচ্ছে রীতিমতো অপর পক্ষ। এদিকে তাদের ছেলে মেয়েদের পড়াশুনার ক্ষতি হচ্ছে বাচ্চাদের নিয়ে বাড়ি না যেতে পেরে আতঙ্কে দিন পার করতে হচ্ছে।
এখন তারা তাদের, বাসা বাড়িতে ফেরত যেতে চাই, এবং স্বাভাবিক জীবন যাপন করতে চাই।
এ বিষয়ে কালীগন্জ থানা অফিসার ইনচার্জ ওসি আবু আজিফ এর সাথে কথা হলে তিনি জানান, আগামীকাল রবিবার স্হানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ নিয়ে স্হানীয় দের সাথে বসা হবে। তিনি আরো বলেন, আশা করি সুষ্ঠ একটা পথ বের হবে।