বনি আমিন, কালীগঞ্জ:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আল মাদরাসাতুল আরাবিয়া হযরত আলী (রা:) মাদ্রাসার ২০০ শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে সদর উদ্দিন বিশ্বাস ফাউন্ডেশন।
Thank you for reading this post, don't forget to subscribe!শনিবার সকাল ১১টায় মাদ্রাসার মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উদ্দিন বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং আরটিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি সাংবাদিক শিপলু জামান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক মুফতি মাওলানা ওমর ফারুক, মাওলানা মুফতি সাইফুল ইসলাম, মোহতামিম নজির আহমেদসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষকগণ।
শীতবস্ত্র বিতরণ শেষে সদর উদ্দিন বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান শিপলু জামান বলেন, “আমরা সবসময় জনকল্যাণমূলক কাজ করার চেষ্টা করি। সে ধারাবাহিকতায় আজ কম্বল বিতরণ করা হলো। ভবিষ্যতেও এ ধরনের কাজ অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, সদর উদ্দিন বিশ্বাস ফাউন্ডেশন সামাজিক দায়িত্ববোধ থেকে নিয়মিত বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।