মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার:
বাড়ির প্রাচীরের গায়ে ড্রাগন চাষ করে রীতিমত সাড়া ফেলেছেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত ফকির চাঁদ মন্ডলের ছেলে মোহাম্মদ আব্দুর রহিম। ড্রাগন চাষ অধ্যুষিত এলাকা হলেও প্রাচীরে ড্রাগন চাষ এটি বিরল। সাধারণত দেখা মেলে মাঠের কৃষি জমি ছাড়া বাসার ছাদ, বাসা বাড়ির আঙ্গিনা পুকুরপাড় রাস্তার ধার এবং পতিত জমিগুলোতে। রাস্তার ধারে বাসা, রাস্তা দিয়ে এ প্রতিবেদক যাওয়ার সময় দেখাযায় প্রাচীরের উপরে ড্রাগন গাছের চারা। দরজায় নখ দিতেই আব্দুর রহিম বেরিয়ে আসেন। তাকে জিজ্ঞাসা করলাম ভাই প্রাচীরের উপর দিয়ে ড্রাগন গাছের চারা দেখা যাচ্ছে আপনি কি বাড়ির উঠানে ড্রাগন গাছ লাগিয়েছেন? উত্তরে তিনি বললেন, ভাই ড্রাগন ফল আমার খুব পছন্দের কিন্তু তেমন জায়গা নাই ড্রাগন চাষ করার মত। তাই কিছু চারা নিয়ে এসে প্রাচীরের পাশ দিয়ে রোপন করেছিলাম। পরে দেখতেছি প্রাচীর বেয়ে উপরের দিকে উঠতেছে আমি প্রাচীরের উপরে ওঠার ব্যবস্থা করে দিলাম। আমি প্রথমে বুঝিনি প্রাচীরের সাথে এত সুন্দর ড্রাগন গাছ হবে। পাঁচ মাস আগে লাগিয়েছি, এখনো ফুল ফল আসেনি তবে সব রকম পরিচর্যা চালিয়ে যাচ্ছি। প্রাচীর এর উপরে অনেক সুন্দর ড্রাগন গাছ মানুষ দেখে অভিভূত হচ্ছেন। এ ব্যাপারে উপজেলা কৃষি সম্প্রসারণ এর অফিসার কৃষিবিদ রাজিবুল হাসানকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ড্রাগন এমন এক জাতীয় উদ্ভিদ যা সর্ব জায়গায় হয়। বন জঙ্গল গাছের গোড়ায় বিল্ডিং এর পাশে যে কোন জায়গায় ড্রাগনে চারা রোপন করলেই হয়। এতে অবাক, অভিভূত বা পুলকিত হওয়ার কিছুই নাই।
Thank you for reading this post, don't forget to subscribe!