শীতে উষ্ণতা ছড়াতে, রাতের আঁধারে কম্বল নিয়ে আদীবাসীদের পাশে শৈলকুপার ইউএনও স্নিগ্ধা দাশ
Thank you for reading this post, don't forget to subscribe!ওয়ালিউল্লাহ
চারদিকে কনকনে শীত ও কুয়াশা। সারাদেশে যেমন শীতের প্রকোপ বেড়েছে, তেমনি বেড়েছে গরিব-দুঃখী মানুষের দুর্ভোগ। ছিন্নমূল অসহায় ও সুবিধাবঞ্চিত আদীবাসী সম্প্রদায়ের মানুষের মাঝে উষ্ণতার পরশ ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছেন শৈলকুপার ইউএনও ¯িœগ্ধা দাশ।শীতের এ তীব্রতাকে উপেক্ষা করে শীতবস্ত্র নিয়ে অসহায় দরিদ্র মানুষদের বাড়ি বাড়ি ছুটেছেন তিনি।
সোমবার রাতে উপজেলার বিজুলিয়া আদিবাসী পল্লী ও দামুকদিয়া ঋষিপল্লী সহ বিভিন্ন এলাকায় শীতবস্ত্র(কম্বল) বিতরণ করেন ইউএনও। এ সময় সহকারি কমিসনার (ভ’মি)এস এম সিরাজুস সালেহীন ও পিআইও আবদুল্লাহ হেল মাসুম উপস্থিত ছিলেন।
উর্মীলা নামে এক আদিবাসী নারী বলেন শীত যায়,শীত আসে। অনেকে সহযোগিতা পেলেও আমরা আদিবাসী পল্লীর বাসিন্দারা অনেকটাই অবহেলিত। ইউএনও স্যার নিজে এসে আমাদের মাঝে কম্বল দিয়েছেন। কম্বল পাওয়ায় আমাদের অনেক উপকার হয়েছে।
নারায়ন নামে অপর একজন বলেন, আমার অসহায় বৃদ্ধা মা কয়েকদিন ধরে শীতে কষ্ট পাচ্ছিলেন।কম্বল কিনে দেয়ার সামর্থ নেই আমার। মা আজ কম্বল পেয়েছে দেখে খুব ভালো লাগছে। এই শীতে আমরা খুব অসহায়। আমাদের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। তাই সরকারের পাশাপাশি সবার উচিত এই কনকনে শীতে আমাদের মতো দরিদ্র অসহায় মানুষদের পাশে দাঁড়ানো।
উপজেলা নির্বাহী অফিসার ¯িœগ্ধা দাশ জানান, সরকারী ত্রানের কম্বল নিয়ে প্রকৃত অসহায় দরিদ্রদের মাঝে বিতরণের লক্ষ্যে বের হয়েছিলাম। গত কয়েক দিন যাবৎ এই এলাকায় তীব্র শীত পড়েছে। শীতে ছিন্নমূল ও দরিদ্র মানুষদের অনেকেরই শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। প্রকৃত ছিন্নমূল ও দরিদ্রদের মাঝে বিতরণের লক্ষ্যে রাতের অন্ধকারে বের হয়ে আজ ১০০ টি শীত বস্ত্র বিতরণ করেছি। সরকারি নির্দেশনায় পর্যায়ক্রমে সাড়া উপজেলায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।