ব্যতিক্রমী উদ্যোগ ব্যতিক্রমী উদ্যোগ
Thank you for reading this post, don't forget to subscribe!ঝিনাইদহের শৈলকুপার ৭ নম্বর হাকিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান ইকু একটি ব্যতিক্রম মাইকিং করেছেন তার এলাকায়।
মহল খুশি হয়েছেন, দেখা যাচ্ছে মাইকিং করা হচ্ছে।
এতদ্বারা ০৭ নং হাকিমপুর ইউনিয়ন পরিষদের সকল জনসাধারণের অবগতির জন্য জানানো
যাচ্ছে যে, অত্র ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে স্কুল পড়ুয়া যে সকল ছাত্র ছাত্রী রয়েছে তাহারা
এখন থেকে সন্ধার পরে বাড়িতে বসে লেখা পড়া করবে। প্রয়োজন ব্যাতীত কোনো স্কুল পড়ুয়া
ছাত্র ছাত্রী সন্ধার পরে রাস্তা ঘাটে, হাট-বাজারে, অলিতে গলিতে অবস্থিত চায়ের দোকানে
থাকতে পারবে না। এমনকি সন্ধার পরে কোনো স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রী রাস্তা ঘাটে, হাট-
বাজারে, অলিতে গলিতে অবস্থিত চায়ের দোকানে বসে মোবাইলে গেম খেলা, একসাথে বসে
আড্ডা দেওয়া, ফেসবুক চালানো, ইমো-মেসেঞ্জারে চ্যাটিং করা, অনলাইনে জুয়া খেলা ইত্যাদি
কাজ হতে বিরত থাকবে। স্কুল পড়ুয়া কোনো ছাত্র ছাত্রী যদি এখন থেকে সন্ধার পরে প্রয়োজন
ব্যাতীত রাস্তা ঘাটে, হাট-বাজারে, অলিতে গলিতে অবস্থিত চায়ের দোকানে বসে মোবাইলে
গেম খেলা, একসাথে বসে আড্ডা দেওয়া, ফেসবুক চালানো, ইমো-মেসেঞ্জারে চ্যাটিং করা,
অনলাইনে জুয়া খেলা ইত্যাদি কাজে জড়িত থাকে তাহলে প্রত্যেক গ্রামে নিয়োজিত গ্রাম
পুলিশগণ তাহাদের মোবাইল ফোন কেড়ে নেওয়া সহ তাহাদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক
ব্যবস্থা নেবে এবং পরবর্তীতে থানায় কর্মরত পুলিশগণ তাহাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ
করবে এমনকি তাহাদের অভিভাবকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
অতএব, অত্র ইউনিয়নের সকল জনসাধারণ, স্কুল পড়ুয়া সকল ছাত্র ছাত্রী এবং তাদের অভিভাবকদের এ ব্যাপারে সতর্ক থাকার জন্য এবং স্কুল পড়ুয়া সকল ছাত্র ছাত্রীকে সন্ধার পরে প্রয়োজন ব্যাতীত বাড়ির বাহিরে চলাফেরা না করে বাড়িতে বসে লেখাপড়া করার জন্য নির্দেশ দেওয়া যাইতেছে।