শৈলকুপায় ঝিনাইদহ
Thank you for reading this post, don't forget to subscribe!ঝিনাইদহের শৈলকুপায় ডি.সি.এস.এম. রফিকুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৩ মে দুপুর ১টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলামের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বাল্যবিবাহ, যৌতুক, আত্মহত্যা, ডেঙ্গু, জঙ্গিবাদ বিরোধী কার্যক্রম, উন্নয়নমূলক কার্যক্রম এবং উপজেলা সার্বিক বিষয়ে সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম। এ সময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে এবং সার্বজনীন পেনশন স্কিন নিয়ে আলোচনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম আব্দুল হাকিম আহাম্মদ চেয়ারম্যান শৈলকুপা উপজেলা পরিষদ । মোঃ বনি আমিন সহকারী কমিশনার ভূমি। মোঃ শফিকুল ইসলাম চৌধুরী ভারপ্রাপ্ত কর্মকর্তা শৈলকুপা থানা।
এছাড়া আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা , উপজেলার সকল দপ্তরের দপ্তর প্রধানগণ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, স্কুল কলেজের শিক্ষক মন্ডলী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই সময় বক্তারা আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন বিষয় ও সার্বজনীন পেনশন স্কিমের তিনটি ধাপ নিয়ে আলোচনা করেন । অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. মামুন খান উপজেলা প্রাণিসম্পদ অফিসার।