ওয়ালিউল্লাহ, শৈলকুপা
Thank you for reading this post, don't forget to subscribe!হাইকোর্টে স্থগিত হওয়া ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সংসদ উপনির্বাচনের পূন:তফসীল ঘোষনা করা হয়েছে। হাইকোর্টের দেওয়া নির্বাচন স্থগিত আদেশ, আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিত করলে পূন এ তফসীল ঘোষনা করেন ঝিনাইদহ ১ আসনের রিটার্নিং কর্মকর্তা ও খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হুমায়ন কবির। ভোট গ্রহনের তারিখ ৫জুন ঠিক রেখে এ তফসীল ঘোষিত হয় বলে জানা যায় প্রজ্ঞাপনে দেখা যায়।
ঝিনাইদহ ১ আসনের উপ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হুমায়ন কবির জানান, মামলা জনিত কারনে গত দুইদিন আগে ঝিনাইদহ ১ আসনের উপ নির্বাচনের তফসীল স্থগিত করেন হাইকোর্ট। সরকার পক্ষের আবেদনে স্থগিত হওয়া সেই আদেশ বুধবার স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত।
এ কারনে নির্বাচনের আর কোন বাধা না থাকায় তিনি পূন তফসীল ঘোষনা করে প্রজ্ঞাপন জারি করেছেন। পূর্বের ৫ জুনই ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ২দিন বাড়িয়ে ১০মে শুক্রবার নির্বারিত হয়েছে। বাছাই ১১মে, আপিল ১২ থেকে ১৬ মে, আপিল নিস্পত্তি ১৭মে, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৮ মে এবং প্রতিক বরাদ্দ ১৯ মে বলে তিনি জানান।