আব্দুল জাব্বার, ঝিনাইদহ
ঝিনাইদহের শৈলকুপায় মুসলিম জাগরণের কবি গোলাম মোস্তফার ৬০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল, রচনা প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!রবিবার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় প্রয়াত কবির নিজ বাড়ী মনোহরপুর গ্রামে কবি গোলাম মোস্তফা একাডেমি ও গুণীজন স্মৃতি সংসদের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি গোলাম মোস্তফা একাডেমী ও গুনি জন স্মৃতি সংসদের সভাপতি মো. আনোয়ার হোসেন।
জাতীয় জাগরণের কবি গোলাম মোস্তফার ৬০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ ও দোয়া করে হয়। সেই সাথে কবির কবিতা পাঠ্যবইতে পুনরায় অন্তর্ভুক্তির দাবিতে ১ মিনিট নিরবতা পালনের কর্মসূচি পালন করা হয়। কবি গোলাম মোস্তফা ১৮৯৭ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯৬৪ সালের এই দিনে মৃত্যুবরণকরেন। কবি গোলাম মোস্তফার রয়েছে অসংখ্য গ্রন্হ, তবে বিশ্বনবী তাঁর শ্রেষ্ঠ গ্রন্হ।
সভায় বক্তারা কবির স্মৃতি বিজড়িত জীবনীর ওপর আলোচনা করেন। কবির রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আব্দুল জাব্বার।