- রাস্তা নয়, যেন পানির খাদ!
ওয়ালিউল্লাহ স্টাফ রিপোর্টার:
Thank you for reading this post, don't forget to subscribe!কেউ এসে আবর্জনার গামলিটা ধুয়ে নিচ্ছে, কখনও আবার দেখা যাচ্ছে হাঁস ডুব দিয়ে তার খাবার খুঁজছে। তবে এই দৃশ্য সাধারণ কোনো পানির খাদের নয়, বরং চলাচলের জন্য নির্মিত পাকা রাস্তার দৃশ্য এটি। ঝিনাইদহের শৈলকুপার মির্জাপুর ইউনিয়নের চরগোলক নগর গ্রামের মধ্যে রাস্তার দৃশ্য এটি। আলমডাঙ্গা বাজার থেকে এই রাস্তা হয়ে বালাপাড়া গ্রামে যাওয়া যায়।রাস্তার চেয়ে পাশের বাড়ি গুলো উঁচু হওয়া এবং রাস্তার পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হতেই এখানে প্রচুর পানি জমে থাকে । যে কারণে গ্রামবাসীর চলাচলে প্রচুর অসুবিধা সৃষ্টি হয়েছে। মুসল্লীদের নামাজ পড়তে যাওয়া আরো বেশি সমস্যা হচ্ছে।
সরে জমিন দেখা যায়, রাস্তায় যে পানি বেধে আছে, তার পাশে গোয়ালঘর থাকায়, গরুর চুনা গোবর ওই পানিতে মিশে আরও পরিবেশ নোংরা হচ্ছে। একদিন বৃষ্টি হলে প্রায় মাস খানেক পানি জমে থাকে।
স্থানীয় বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, এখানে পানি জমে থাকায় আমাদের চলাচলের বহু কষ্ট হয়।
স্থানীয় বাসিন্দা মাত্তার জোয়ার্দার বলেন, কর্তৃপক্ষ রাস্তাটি উঁচু করে দিলে আমাদের কষ্টের লাঘব হয়।
মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আহমেদ জানান, পাশের বাড়ির থেকে রাস্তাটি নিচু হওয়ায়, বৃষ্টি হলে ওখানে পানি জমে যায়। আমরা উদ্যোগ নিয়েছিলাম, পাইপের মাধ্যমে পানি বের করার, কিন্তু ওখানে পানি বের করার লাইন না পাওয়ায় তার সম্ভব হয়নি। স্থানীয়দের মাঝে পাইপ দিয়ে পানি বের করার জায়গা নিয়ে ঝামেলা তৈরি হয়।
এ বিষয়ে শহিদুল ইসলাম মাতব্বর বলেন, পাইপলাইন দিয়ে পানি বের করার জায়গা নিয়ে সমস্যা আছে। সরকারের পক্ষ থেকে শুধু এই জায়গাটুকু রাস্তা একটু উঁচু করে দিলেই সমস্যার সমাধান হয়।