এস এম সালমান, শৈলকুপা, ঝিনাইদহ
Thank you for reading this post, don't forget to subscribe!শৈলকূপা নাদপাড়া গ্রামের মাদকমুক্ত যুব সমাজ গঠনের লক্ষ্যে ক্রীড়া প্রেমিদের মাঝে জার্সি বিতরণ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টাগণ। শুক্রবার বিকাল ৫ টার সময় ৬ নং সারুটিয়া ইউনিয়নের নাদপাড়া গ্রামে জার্সি বিতরণ করা হয়।
জার্সি বিতরণ অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন সারুটিয়া ইউনিয়ন বৈষম্য বিরোধী ছাত্র উপদেষ্টা হাফিজুর রহমান এস এম সালমান, কাঞ্চন, হারুন, সজীব, প্রমুখ।
এ সময় হাফিজুর রহমান বলেন, সমাজ থেকে মাদক মুক্ত করার জন্য যুব সমাজের মাঝে খেলার সামগ্রী হিসেবে ১ সেট জার্সি বিতরণ করা হয়। প্রতিটি গ্রাম ও মহল্লায় আরো সামগ্রী বিতরণ করা হবে। তিনি আরও বলেন, আগামীতে স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে শিক্ষিত, মানবিক ও ক্রীড়া প্রেমি যুব সমাজ গড়ে তুলতে হবে। তবেই স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে।