ঝিনাইদহ শহর
Thank you for reading this post, don't forget to subscribe!ঝিনাইদহে গভীর রাতে ঘরে ঢুকে এক গৃহবধূকে গলাকেটে হত্যার করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক নারী। প্রাথমিকভাবে এই ঘটনাকে ডাকাতি বলে সন্দেহ করা হলেও তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ইতিমধ্যে দুই জনকে আটক করেছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে জেলার সদর উপজেলার খালকুলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম ফাতেমা। তিনি প্রবাসী অবেদ আলীর স্ত্রী। আহত নারীর নাম বিথি খাতুন। সম্পর্কে তিনি ফাতেমার পুত্রবধূ। স্বামীর নাম মেহেদী। দুই জনের স্বামীই প্রবাসে থাকেন।
আটকরা হলেন- দুর্গারপুর গ্রামের সাগর হোসেন ও পশ্চিম ঝিনাইদহের সুশান্ত।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ শাহিন উদ্দিন জানান, বাড়িতে ওই দুই নারী থানার সুযোগে রাতে দুই জন বাড়ির ওয়াল ভেঙে প্রবেশ করে। এরপর ফাতেমাকে গলা কেটে হত্যা ও তার ছেলের বেউকে গলায়ও ছুরিকাঘাত করে কিছু নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। বিথি পাশের বাড়িতে গিয়ে খবর দিলে স্থানীয়রা পুলিশে জানান।
পুলিশ মরদেহ উদ্ধার বিথিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার্ড করা হয়।
তিনি বলেন, প্রাথমিকভাবে বিষয়টি ডাকাতি মনে হলেও এখন নিশ্চিত হওয়া যায়নি। থানায় মামলার প্রস্তুতি চলছে।