ঝিনাইদহ প্রতিনিধি
Thank you for reading this post, don't forget to subscribe!বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে ছুটি নিয়ে পালিয়েছেন ঝিনাইদহের দুর্নীতিবাজ দালাল জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম।
রোববার দুপুরে জেলা প্রশাসকের ব্যাপক দুর্নীতি,লুটপাট, দলীয়করণ,নিয়োগ বাণিজ্য, গোপাল গঞ্জের নাম ভাঙানো, ঘুষ বাণিজ্য ও অন্তর্র্বতীকালীন সরকারের তথ্য পাচারের অভিযোগে বৈষম্য বিরাধী ছাত্ররা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে।
এ সময় তারা জেলা প্রশাসকের বিরুদ্ধে চক্ষু হাসপাতালে নিয়োগ বাণিজ্য, জেলা প্রশাসকের দপ্তরে নিয়োগ বাণিজ্য, ইটভাটা থেকে লক্ষ লক্ষ টাকা ঘুষ গ্রহনসহ আরো কিছু সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। ছাত্রদের এক দফা জেলা প্রশাসকের পদত্যাগের কঠোর দাবির কাছে পরাজিত হয়ে এসএম রফিকুল ইসলাম তাৎক্ষণিক তিন দিনের ছুটি নিয়ে কর্মস্থল থেকে পালিয়ে যান।
এ সময় ছাত্রদেরকে আনন্দ মিছেল করতে দেখা যায়। তারা জানান এখন পর্যন্ত উপজেলা প্রশাসন সহ যে সমস্ত পদে স্বৈরাচার শেখহাসিনার দালালরা পদ দখল করে বসে আছে তাদেরকে সরে যেতে হবে তা না হলে কঠোর আন্দোলন করে বিদায় করা হবে। আন্দোলন চলাকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু হুরায়রা, সাইদুর রহমান, এলমা খাতুন, রত্না খাতুন, এসএম সোমেনুজ্জামান সোমেন, মুশফিকুর রহমান মানিক, শাহেদ আহমেদ, ইমরান হোসেন, বখতিয়ার মাহমুদ, মাহবুব আলম মিলু এবং আব্দুস সালাম বক্তব্য রাখেন।