এম এ কবীর, ঝিনাইদহ
ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর এলাকা থেকে পুলিশের এক এসআইসহ তিন জনকে চারবস্তা ফেনসিডিলসহ আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) ।
Thank you for reading this post, don't forget to subscribe!সোমবার রাত দেড়টার দিকে হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের এসআই সাজ্জাদুর রহমান, মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া গ্রামের মৃত সিদ্দিক সর্দারের ছেলে সোহের আলী ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দোয়ারপাড়া গ্রামের ফিরোজ আলীর ছেলে ফারুক হোসেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) শাহীন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। ঝিনাইদহ র্যাব-৬ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাঈম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, হাটগোপালপুর এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র্যাব।
এসময় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১২০১ বোতল ফেনসিডিল,বিভিন্ন ডকুমেন্ট, ৪টি মোবাইল ফোন এবং নগদ ৬৩ হাজার ৮১০ টাকা জব্দ করা হয়। পরে তাদেরকে ঝিনাইদহ সদর থানায় হস্তন্তর করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়।