ঝিনাইদহ শহর
Thank you for reading this post, don't forget to subscribe!তীব্র তাপদাহের পর এখন দেশে প্রতিনিয়ত বৃষ্টির সময় বজ্রপাতের ঘটনায় মানুষ মারা যাচ্ছে। বজ্রপাতে দেশে ৩৮ দিনে ৭৪ জনের মৃত্যু হয়েছে। তাল গাছ বজ্রপাত প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।
শুক্রবার (১০ই মে) সকাল ১১ টায় ‘হেব্বি গ্রুপ ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে ঝিনাইদহ পৌর ইকোপার্ক দেবদারু এভিনিউ নবগঙ্গা নদী পাড়ে “তাল গাছের চারা” রোপণ করা হয়।
উক্ত সময়ে উপস্থিত ছিলেন – ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের সহ-সভাপতি মো. সাইদুল ইসলাম টিটো, জাহান লিমন প্রধান নির্বাহী হেব্বি গ্রুপ ফাউন্ডেশন, আরেফিন অনু প্রতিষ্ঠাতা পরিচালক চারুগৃহ শিশুস্বর্গ স্কুল, ঝিনাইদহ রেল লাইন চাই আন্দোলনের মুখপাত্র রেল আব্দুল্লা নাহিদ হাসান রাজ, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হেব্বি গ্রুপ ফাউন্ডেশন, এছাড়া ভলেন্টিয়ার সদস্য অনিক অধিকারী, আকিমুল পলাশ, প্লাবন ও অনান্য সদস্য উপস্থিত ছিলেন।
ঝিনাইদহে হেব্বি গ্রুপ ফাউন্ডেশন পরিবার শুরু থেকে মানবিক কাজের পাশাপাশি দেশে সবুজ বনায়নের জন্য বৃক্ষ রোপণ ও বিতরণ করে আসছে।