এম এ কবীর, ঝিনাইদহ
Thank you for reading this post, don't forget to subscribe!অন-লাইন ভিত্তিক সংবাদ মাধ্যম ”ঝিনেদার কাগজ” এর উদ্বোধন করা হয়েছে। সংবাদ মাধ্যমটির ওয়েব সাইড উদ্বোধন উপলক্ষে ৯ এপ্রিল,মঙ্গলবার বিকালে ঝিনাইদহ শহরের ঢাকা কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পত্রিকার সম্পাদক সাব্বির আহাম্মেদ জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর। প্রধান বক্তা ছিলেন ”ঝিনেদার কাগজ” উপদেষ্টা সম্পাদক আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন পত্রিকার নির্বাহী সম্পাদক শেখ জিল্লুর রহমান, শৈলকুপা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জব্বার আহমেদ এবং ম্যাসেজ কালচারাল একাডেমির প্রতিনিধি আব্দুর রহিম।
পত্রিকাটির শুভ উদ্বোধন করে প্রধান অতিথি এম এ কবীর বলেন, প্রত্যেক সংবাদ পত্রের আলাদা সম্পাদকীয় নীতিমালা থাকে। ”ঝিনেদার কাগজ” এর ও একটি নীতিমালা থাকবে এটাই স্বাভাবিক। তবে সংবাদ পত্র এবং সাংবাদিকতার নীতিমালা না মেনে যদি সংবাদ পরিবেশেন করা হয় তাহলে তাকে নিউজ না বলে ভিউজ বলা হবে এবং তা হবে হলুদ সাংবাদিকতা। আশা করা যায় ঝিনেদার কাগজ সে পথে হাটবে না। তিনি বলেন, প্রশিক্ষণ ছাড়া কোন পেশাতেই সফল হওয়া যায় না এ কারণে ঝিনেদার কাগজের কর্মীদের আলাদা প্রশিক্ষনের ব্যবস্থা করা দরকার। তিনি কাগজটির সফলতা কামনা করে সকলকে কাগজটির পাশে দাড়ানোর আহবান জানান।