আমাদের প্রত্যয় একটাই আল্লাহর পথে মোরা চলব, নিকষ কালিমা ভরা আকাশে ধ্রুব জ্যোতি তাঁরা হয়ে জ্বলবো এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনইদহ জেলা উপজেলা মজলিশে শুরা সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ঝিনাইদহের এক অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বলে ”ঝিনাইদহ কাগজ”-এ পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা আমীর অধ্যাপক আলী আজম মো. আবুবকর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাও. রফিকুল ইসলাম খাঁন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হুসাইন।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল আলীম,সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আব্দুল হাই,জেলা নায়েবে আমীর অধ্যাপক মতিয়ার রহমানসহ ঝিনাইদহ জেলার প্রত্যেকটি উপজেলা মজলিশে শুরা সদস্যরা। ইসলামি সঙ্গীত পরিবেশনে ছিলেন ঝিনাইদহ জেলা মেসেজ কালচার একাডেমি।
এ সম্মেলনে প্রধান অতিথি বলেন- বাংলাদেশের মানুষ আজ দিশেহারা তারা মুক্তির জন্য পথ খুঁজছে। এজন্য বাংলাদেশ জামায়াত ইসলামীকে মানুষের মুক্তির কান্ডারী হিসাবে ভূমিকা পালন করতে হবে। সুতরাং দেশের মানুষকে ইসলামি ও যুগের চাহিদা অনুযায়ী যোগ্য করে গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথি বলেন- ইব্রাহীম ও ইসমাইল (আ.) আল্লাহর সামনে সম্পূর্ণ আনুগত্যের শীর নত করেছিলেন তাই জামায়াতের দায়িত্বশীলের এ শিক্ষায় উদ্বুদ্ধ হতে হবে। তিনি আরও বলেন – আগামীতে আন্দোলনের সামনে মুল চ্যালেন্জ হবে জ্ঞানগত এ লক্ষ্যে জামাত কর্মীদের এখান থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঝিনাইদহ জেলা সেক্রটারী অধ্যাপক মাওলানা আব্দুল আউয়াল। বিজ্ঞপ্তি।