ঝিনেদার কাগজ || Jhenedar kagoj || সত্যের আলোয় সুন্দর

২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

শৈলকুপায় সাংবাদিকের ওপর হামলা: সন্ত্রাসীদের বিচার দাবিতে মানববন্ধন

শৈলকুপায় সাংবাদিকের ওপর হামলা

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

Thank you for reading this post, don't forget to subscribe!

শৈলকুপায় সাংবাদিক আলমগীর অরণ্যকে কুপি হত্যার অপচেষ্টার ঘটনার বিচার দাবিতে স্থানীয় সাংবাদিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।

সোমবার (১ জুলাই) সকাল দশটার দিকে শৈলকুপা চৌরাস্তার মোড়ে এ মানববন্ধন করেন স্থানীয় সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো।

ঝিনাইদেহর শৈলকুপায় রোববার(৩০ জুন) বিকালে পৌর এলাকার কবিরপুর তিন রাস্তার মোড়ে তার ব্যবসা প্রতিষ্ঠান গেজেট ঘরে সাংবাদিক আলমগীর অরণ্যকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার চেষ্টা করে একদল দুর্বৃত্ত। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসা শেষে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করা হয়। সেখান থেকে ঢাকার রেফার করলে, সোমবার তার অপারেশন করা হয় বলে জানা গেছে।

আহত সাংবাদিক সামািজক-সাংস্কৃতিক সংগঠক, উপজেলা রিপোর্টাস ইউনিটিরি সভাপতি এবং পৌরসভার বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা।

এ হামলার বিষয়ে আহত সাংবাদিক আলমগীর অরণ্য বলেন, মোবাইলে রিচার্জ কার্ড বেচাকেনা নিয়ে দুবৃর্ত্তদের সাথে তর্কাতর্কি হয়। বিকাল আনুমানিক ৩টার দিকে হঠাৎ করে ডাসা, চাপাতিসহ ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় তিনি কবিরপুর মোড়ে গেজেট ঘর নামে তার নিজের ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। হামলায় তার মাথা, হাত সহ শরীরের বিভিন্ন ক্ষত-বিক্ষত হয়। প্রচুর রক্তপাত শুরু হলে দ্রুত স্থানীয়রা তাকে শৈলকুপা হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখান থেকে কুষ্টিয়া রেফার করে কুষ্টিয়া থেকে ঢাকা নিলে সোমবার সকালে তার অপারেশন করা হয়। তিনি হামলাকারীদের মধ্যে দু’জনকে চিনতে পেরেছেন। তাদের বাড়ি উপজেলার দেবতলা গ্রামে।

এদিকে সাংবাদিকদের ওপর ন্যাক্কারজনক এ হামলার ঘটনায় শৈলকুপা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক সংগঠন ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। পাশাপাশি দ্রুত হামলাকারীদের গ্রেফতার দাবি জানিয়েছেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী বলেন, হামলার ঘটনার বিষয়ে পুলিশ অবগত হয়েছে। থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন

ইসকন ও আ'লীগকে নিষিদ্ধের দাবিতে বিপ্লবী ছাত্র পরিষদের বিক্ষোভ

আইনজীবী সাইফুল হত্যা: ইসকন ও আ’লীগকে নিষিদ্ধের দাবিতে বিপ্লবী ছাত্র পরিষদের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট চট্টগ্রামে সহকারী পাবলিক প্রসিকিউটর শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যার দায়ে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন ও তার প্রধান

কোটচাঁদপুর-গণঅভ্যুত্থান

কোটচাঁদপুর গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণসভা

রোকনুজ্জামান, কোটচাঁদপুর ঝিনাইদহের কোটচাঁদপুর ২০২৪ সালের জুলাই- আগস্টে ছাত্র- জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্হিতিতে স্মরণসভা

উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত

আব্দুল হক কালীগঞ্জে উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত

ঝিনাইদহ প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৫-২০২৬ সেশনে কালীগঞ্জ উপজেলা শাখার আমীর নির্বাচিত হয়েছেন আব্দুল হক মোল্লা। আজ বৃহস্পতিবার বিকালে স্থানীয়

কোটচাঁদপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে বিক্ষোভ

কোটচাঁদপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে বিক্ষোভ

রোকনুজ্জামান কোটচাঁদপুর ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) এর বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর বৃহস্পতিবার

শৈলকুপায়-মানিকের-মৃতদেহ

শৈলকুপায় মানিকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ভায়ের সংবাদসম্মেলন

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপায় গত ২৫ নভেম্বর ভিডিও ব্যবসায়ী মানিকের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তার মৃতদেহ উদ্ধারের ঘটনায় হত্যার