রাজু আহাম্মেদ, হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
Thank you for reading this post, don't forget to subscribe!“প্রাণিসম্পদে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে স্মার্ট বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে, প্রাণীসম্পদ বৃদ্ধির লক্ষ্যে সমগ্র বাংলাদেশে আজ একসঙ্গে প্রাণী সম্পদ প্রদর্শনী ২০২৪ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর ধারাবাহিকতায় ঝিনাইদহের হরিণাকুণ্ডে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’র অর্থায়নে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আক্তার হোসেনের সভাপতিত্বে ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এলডিডিপি) ডা. সুলতানা বেগমের পরিচালনায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদাহ-২ আসনের সাংসদ নাসের শাহারিয়ার জাহেদী মহুল, বিশেষ অতিথি ছিলেন কাইয়ুম শাহরিয়ার জাহেদী পিপুল, সাইফুল ইসলাম টিপু মল্লিক, মো. বাবুল হোসেন, হরিণাকুন্ডু উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসাইন, হরিনাকুন্ডু পৌরসভা মেয়র মো. ফারুক হোসাইন, চাঁদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান বশির আহমেদ, ভায়না ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা তুষার, দৌলতপুর ইউপি চেয়ারম্যান ডা. আবুল কালাম আজাদ, জাবেদ হাসান আক্তার প্রমুখ।
আগে থেকেই হরিনাকুন্ডু প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালে প্রত্যেক পশু-পাখির জন্য আলাদা স্টল তৈরি করেন, যেখানে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা খামারিরা তাদের পশু-পাখি নিয়ে আসেন, অনুষ্ঠান শুরুর আগে অতিথিরা খামারিদের সঙ্গে পরিচয়সহ পশু পালনের পদ্ধতি সম্পর্কে অবহিত হন। খামারিদের পাশে থাকারও আশ্বাস দেন । উপস্তিত অতিথিরা পশু হাসপাতালের সকল সুবিধা থেকে খামারিরা যাতে বঞ্চিত না হয় সে ব্যাপারে কর্মকর্তাদের পরামর্শদেন।
ভেটেরিনারী হাসপাতালের পক্ষে অতিথিদের সম্মানি ক্রেস প্রদান করা হয়। পশু পাখি নিয়ে উপস্থিত খামারিদের মধ্যে বিজয়ী হন যথাক্রমে গবাদি পশুতে প্রথম বিএম রোমান রাব্বুল, দ্বিতীয় স্থান ইয়ামিন চৌধুরী , তৃতীয় জমির উদ্দিন ।
পাখিতে প্রথম সোহেল রানা , দ্বিতীয় স্থান স্বামী হোসেন, তৃতীয় স্থান উজ্জ্বল হোসেন , প্রযুক্তিতে প্রথম কামরুজ্জামান, দ্বিতীয় লিয়াকত, তৃতীয় হাবিবুর রহমান। বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে প্রথম ক্যাটাগরিতে ৪ হাজার, দ্বিতীয় ক্যাটগরিতে ৩ হাজার ৫০০, তৃতীয় ক্যাটগরিতে ২ হাজার ৫০০ টাকার চেক প্রদান করেন অতিথীরা।
এছাড়া, প্রজনন, বীজ ও টিকার ওষুধ ফ্রিজে সংরক্ষণ করে রাখার জন্য প্রত্যেক ইউনিয়নে একটি করে ফ্রিজ উপহার দেয় জাহেদী ফাউন্ডেশন। উপজেলার সকল পশু পালনকারী ও খামারিদের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উজ্জ্বল কুমার কুণ্ড।
এ সময় আরো উপস্থিত ছিলেন পশু হসপিটালের সকল কর্মকর্তা কর্মচারী, উপজেলার সকল পল্লী চিকিৎসক ও প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক।