ঝিনাইদহ সদর প্রতিনিধি
Thank you for reading this post, don't forget to subscribe!ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের হলিধানী বাজারে আশা এবং পথচারীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করে দিলেন বাংলাদেশ জামাতে ইসলামী সংগঠন। একদিকে তাপমাত্রায় যখন বাজারের মানুষ অস্থির অন্যদিকে সুপেয় পানির অভাব ঠিক সেই মূহুর্তেই ঝিনাইদহ সদর উপজেলা বাংলাদেশ জামাতে ইসলামীর পরামর্শে হলিধানী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বাজারে দুইটি নলকূপ স্থাপনা করে দিলেন।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ জামাতে ইসলামী হলিধানী ইউনিয়ন শাখার আমীর ডা. জাকির হোসেনের সভাপতিত্বে ইউনিয়ন সেক্রেটারি সমিদুল হকের পরিচালনায় গভীর নলকূপ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলিধানী বাজার ব্যবস্থাপনা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জনাব আলম সর্দ্দার,বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হযরত মাওলানা মোহাম্মদ আবু হানিফ- আওয়ামী লীগ নেতা শফি মালীতা প্রমূখ।
বাংলাদেশ জামাতে ইসলামী হলিধানী ইউনিয়ন আমীর বলেন- জামাত কর্মী মানে হলো সমাজ কর্মী আর নীল সাগরের পানিগুলো যেমন আকাশের প্রতিফলন আমাদের কাজগুলো হলো বাংলাদেশ জামাতে ইসলামীর চিন্তাভাবনার প্রতিফলন।