বনি আমিন, কালীগঞ্জ
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে হাতেনাতে আটক করেছে পুলিশ। আটককৃতদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, লোহার রড এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বুধবার গভীর রাতে বারবাজার ফাঁড়ির পুলিশের এই সফল অভিযানে ডাকাত দলের পরিকল্পনা ভেস্তে যায়।
Thank you for reading this post, don't forget to subscribe!বারবাজার ফাঁড়ির ইনচার্জ জাকারিয়া মাসুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, একদল ডাকাত অস্ত্রসহ সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে পুলিশ দল নিয়ে তিনি কালীগঞ্জ উপজেলার ঘোপপাড়া সড়কে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও তিনজনকে আটক করা হয়।
আটককৃত ডাকাতরা হলো রনি বিশ্বাস (২২) ঝিনাইদহের হামদহ পুলিশ লাইন পাড়া, জনি মন্ডল (২৫) বিসিক শিল্পনগরী এলাকা এবং আকাশ শেখ (২১) পোড়াহাটি গ্রামের বাসিন্দা।
পুলিশের অভিযানে উদ্ধার হওয়া দেশীয় অস্ত্র এবং মোটরসাইকেল প্রমাণ করে, তারা সংঘবদ্ধ ডাকাতি পরিকল্পনা করছিল। ঘটনায় আটক তিনজনসহ অজ্ঞাত আরও ৩-৪ জনের নামে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পলাতকদের ধরতে অভিযান চলছে। এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে সড়কের নিরাপত্তা নিশ্চিত করা হবে।