শহর প্রতিবেদক, ঝিনাইদহ
Thank you for reading this post, don't forget to subscribe!বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০ টায় ঝিনাইদহ সার্কিট হাউস মিলনায়তনে ঝিনাইদহ জেলা প্রশাসনের সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহের সিভিল সার্জন ডা. শুভ্রা রাণী দেবনাথ এবং অতিরিক্ত পুলিশ সুপার ( শৈলকুপা সার্কেল) অমিত কুমার বর্মণ।
কর্মশালায় ক্যাব সভাপতি আমিনুর রহমান টুকু, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর, সাধারণ সম্পাদক শাহিদুর রহমান সন্টু,ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ, ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক নাসিম আনসারি সহ বিভিন্ন সরকারী দপ্তরের অফিস প্রধান, জনপ্রতিনিধি, হোটেল- রেস্তোরা মালিক, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে প্রধান আলোচক মূল প্রবন্ধ ডিজিটাল কনটেন্টের মাধ্যমে উপস্থাপনের পর উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তাগণ বলেন, নিরাপদ খাদ্য গ্রহন মানুষের জন্মগত অধিকার। এই অধিকার থেকে মানুষ বিভিন্ন ভাবে প্রতারিত হচ্ছে। খাদ্যে ভেজাল,দূষণ,অনিরাপদ খাদ্য মানুষের স্বাস্থ্যহানি করছে এমনকি তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। এর থেকে রেহায় পেতে প্রত্যেকে যার যার জায়গা থেকে সচেতন হতে হবে প্রয়োজনে প্রতিরোধ করতে হবে।
বক্তাগণ বলেন, বাংলাদেশ খাদ্যসশ্য উৎপাদনে প্রায় স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে এ প্রেক্ষাপটে মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় ভেজাল ও দূষণমুক্ত নিরাপদ খাদ্য প্রাপ্তির সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে। এ কারণে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ পাশ করা হয়। প্রধান আলোচক বলেন, এই ধরনের কর্মশালা তৃণমূল পর্যায়ে বিস্তৃত করা হবে যাতে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়।