ঝিনেদার কাগজ || Jhenedar kagoj || সত্যের আলোয় সুন্দর

২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঝিনাইদহে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সেমিনার অনুুষ্ঠিত

শহর প্রতিবেদক, ঝিনাইদহ  
ঝিনাইদহে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার গুরুত্ব ও করণীয়” শীর্ষক সেমিনার অনুুষ্ঠিত হয়েছে। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২৪ পালন উপলক্ষে ঝিনাইদহ সরকারী পলিটেকনিক ইন্সটিটিউট কারিগরি শিক্ষা অধিদপ্তর,কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এই সেমিনারের আয়োজন করে।
তকাল (৩০ এপ্রিল) সকাল ৯ টায় পলিটেকনিক ইন্সটিটিউট মিলনায়তনে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রেকৌশলী মো. সাজেদ-উর-রহমানের সভাপতিত্বে সেমিনারের মূল প্রবন্ধ ডিজিটাল কনটেন্টের মাধ্যমে উপস্থাপন করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড.মৌমিতা চৌধুরী।
পলিটেকনিকেলের ভাইস প্রিন্সিপাল মাহবুবুল ইসলামের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন চিফ ইন্সট্রাকটর মো. সোহরাব হোসেন। আলোচনায় অংশ গ্রহণ করেন ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির সভাপতি নাসির উদ্দীন, জোহান এগ্রো ফুড এর চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ঝিনাইদহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জেড়াল্ড অলিভার গুডা, ঝিনাইদহ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. মো. আনিসুর রহমান মৃধা, সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর এবং বিসিক ঝিনাইদহের ডেপুটি ডাইরেক্টর সেলিনা রহমান। সেমিনারে জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রধান, স্কুল এবং টেকনিক্যাল স্কুলের প্রধান শিক্ষক, অধ্যক্ষ , শিল্প প্রতিষ্ঠানের মালিক, পরিচালক এবং বেশ কয়েকজন শিল্প উদ্যোক্তা অংশ গ্রহন করেন।
বক্তাগণ কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন,আগে বলা হতো নলেজ ইজ পাওয়ার কিন্তু এখন বলা হয় স্কিল ইজ পাওয়ার। সে কারনে কারিগরি শিক্ষায় শিক্ষিত কেউ বেকার থাকে না। সাধারণ মানুষ যাতে তাদের সন্তানদের কারিগরি শিক্ষায় ভর্তি করেন সে জন্য তাদের উদ্বুদ্ধ করতে হবে সেই সাথে আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গিও পাল্টাতে হবে।
বক্তাগন বলেন দেশে ভয়াবহভাবে শিক্ষিত বেকার তৈরী হচ্ছে অথচ বাংলাদেশ থেকে দক্ষ বিদেশীরা চাকরী করে বছরে ৫০ হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে। তারা বলেন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা শিক্ষার বদলে দলাদলিতে জড়িয়ে যাচ্ছে ফলে প্রতিষ্ঠান থেকে ইনপুট ভাল দিলেও আউটপুট ভাল পাওয়া যাচ্ছে না।
বক্তাগণ বলেন কারিগরি শিক্ষার প্রচার-প্রসার এর গুরুত্ব এবং সামাজিকভাবে গ্রহনযোগ্য একটি শিক্ষা হিসেবে প্রচারে সমাজের সুধী,সাংবাদিক এবং গুণিজনের ভূমিকাও অনেক। আলোচনা শেষে শিল্প প্রতিষ্ঠানের মালিক,পরিচালক এবং উদ্যোক্তারা কারিগরি প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষতাবৃদ্ধিতে সহায়তার আশ্বাস দেন।

আরও পড়ুন

মিয়ানমারে লড়াইয়ের জন্য জড়ো হচ্ছে রোহিঙ্গারা

মিয়ানমারে লড়াইয়ের জন্য জড়ো হচ্ছে রোহিঙ্গারা

অনুবাদ রয়টার্স থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী বসতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর বসবাস। ২০১৭ সালে বৌদ্ধ অধ্যুষিত মায়ানমার সরকার দেশটির

যবিপ্রবির ভিসি অধ্যাপক ড. এম মজিদের সংবর্ধণা কমিটির প্রস্তুতি সভা

হরিণাকুণ্ডুতে যবিপ্রবির ভিসি অধ্যাপক ড. এম মজিদের সংবর্ধণা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

হরিনাকুণ্ড প্রতিনিধি ঝিনাইদহের হরিণাকুণ্ডুর বরেণ্য শিক্ষাবীদ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সলর অধ্যাপক ড. এমএ মজিদের সংবর্ধনা প্রদান কমিটির

মানুষের ভোটার অধিকার হরণ

‘মানুষের ভোটাধিকার হরণ করে এমন স্বাধীনতা আমরা চাইনি’

মোস্তাফিজুর রহমান, কোটচাঁদপুর মানুষের ভোটাধিকার হরণ করে এমন স্বাধীনতা আমরা চাইনি। ধর্ষণ সেঞ্চুরি করে উল্লাস করে এমন স্বাধীনতা আমরা চাইনি।

দরিদ্র মেধাবী ছাত্র নীরবের পাশে মানবতার হাত

দরিদ্র মেধাবী ছাত্র নীরবের পাশে মাও. আবু তালেব

বনি আমিন, কালীগঞ্জ (ঝিনাইদহ) ঝিনাইদহের মঙ্গলপৈতা কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র সালমান ইসলাম নীরবের পড়াশোনার পথে দীর্ঘদিনের আর্থিক

কপ২৯: বছরে ৩০০ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পেল দরিদ্র দেশগুলো

কপ২৯: বছরে ৩০০ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পেল দরিদ্র দেশগুলো

ডেস্ক রিপোর্ট দীর্ঘ দর-কষাকষির পর সমঝোতায় পৌঁছেছে কপ২৯। বিশ্বের ধনী দেশগুলো প্রতিশ্রুতি দিয়েছে, জলবায়ু সংকটের ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোকে অভিযোজন