মানবতা ছারখার
জান্নাতুল মাওয়া
লুটিয়ে ধুলায় বিমর্ষ হায় রক্তরাঙা ফুল
না না ভুল!
যত্নের ফুল মা, মমতাময়ী এক
অনাদরে আজ রাস্তার ধারে
দেখ চেয়ে তোরা দেখ!
বুক ভরা সূধা সন্তানমুখে, তৃপ্ত সুখে!
ঢেলে
কী সমাজ আজ,
নেই হায়া লাজ
নিজের মা’কে ফেলে!
উচ্চস্তরে বুকফুলিয়ে চলছে আজব ছেলে।
কই তারা আজ? কোথায় হারিয়ে গেছে? ভুলে গেলি তোরা এই মা তোদের
খাওয়াতো মাছটা বেছে।
কোনো ঘরেতেই জায়গা হয় নি মা’র
মানবতা ছারখার!
নেই কাঁথা, নেই বালিশ, নেই একটা গায়ের চাঁদর,
নেই আদর।
বস্তা-জুতা-নোংরার মাঝে হয়েছে বিছানা তার ছিঃ মানবতা ছারখার!
কেউ জোটালেই খাবার টা হয়তো জোটে।
নয়তো কাগজ খোঁটে।
অসুখ হলেও করেনা কেউ তো সেবা,
সব নেতারাই ব্যস্ত মাঠে
তাকে দেখবে কে’বা?
শোনরে মুমিন, শোনরে ভদ্রলোক
না না জোঁক!
জান্নাত বা স্বর্গের খোঁজ করিস?
এ মায়ের সেবা করেই একটু
ফুল হয়ে পায়ে ঝরিস।
বিলাসিতাতেই মেতে থাকে মানুষ রোজ
এমন ফুলের ক’জন করে খোঁজ?
বিবেক- বুদ্ধি, ভাবনাটা যার যার
ভালোবাসলেই ফুটবে ফুল, না বাসলে – হবে মানবতা ছারখার!