ডেস্ক রিপোর্ট
Thank you for reading this post, don't forget to subscribe!গত জুন মাসে বৈধ চ্যানেলে ২৫৪ কোটি ২০ লাখ ডলার প্রবাসী আয় (রেমিট্যান্স) পেয়েছে বাংলাদেশ। সবমিলিয়ে সদ্যসমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরে মোট ২ হাজার ৩৯২ কোটি ডলার রেমিট্যান্স এসেছে।
গত জুন মাসে বৈধ চ্যানেলে ২৫৪ কোটি ২০ লাখ ডলার প্রবাসী আয় (রেমিট্যান্স) পেয়েছে বাংলাদেশ। সবমিলিয়ে সদ্যসমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরে ২ হাজার ৩৯২ কোটি ডলার রেমিট্যান্স এসেছে।
আজ সোমবার (১ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ তথ্যসূত্রে তা জানা গেছে।
অর্থবছরের শেষ মাস জুনে ৪৭ মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে দেশে। মূলত কোরবানির ঈদ উপলক্ষে এসময় বড় অংকের অর্থ দেশে পাঠান প্রবাসীরা।
সামগ্রিকভাবেও ২০২৩-২৪ অর্থবছরে বিগত তিন বছরের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে।
সাম্প্রতিক মাসগুলোয় দেশে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে। এপ্রিল, মে ও জুন – টানা এই তিন মাস ২০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স আসে।